India Vs South Africa: রজত পতিদারের অভিষেক, টসে হেরে প্রথমে ব্যাটিং ভারতের

এবারের ওডিআই বিশ্বকাপে সবচেয়ে ধারাবাহিক দল ছিল ভারত। দক্ষিণ আফ্রিকাও ভালো পারফরম্যান্স দেখায়। ওডিআই সিরিজেও দারুণ লড়াই দেখা যাচ্ছে। বৃহস্পতিবার তৃতীয় ওডিআই ম্যাচেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল। এই ম্যাচে রজত পতিদারের অভিষেক হল। আঙুলের চোটের জন্য খেলতে পারছেন না ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। তাঁর পরিবর্তেই খেলছেন রজত। কুলদীপ যাদবকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে খেলছেন ওয়াশিংটন সুন্দর। এই ম্যাচে ভারতের হয়ে খেলছেন- সঞ্জু স্যামসন, সাই সুদর্শন, রজত পতিদার, তিলক ভার্মা, কে এল রাহুল (উইকেটকিপার ও অধিনায়ক), রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, আবেশ খান ও মুকেশ কুমার। দক্ষিণ আফ্রিকা দলে আছেন- রিজা হেনড্রিকস, টনি ডে জর্জি, র‍্যাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেইনরিক ক্লাসেন (উইকেটকিপার), ডেভিড মিলার, উইয়ান মালডার, কেশব মহারাজ, নান্দ্রে বার্গার, লিজাড উইলিয়ামস ও বিউরান হেনড্রিকস।

টসে হেরে অখুশি নন রাহুল

Latest Videos

টসের পর ভারতের অধিনায়ক রাহুল বলেছেন, ‘প্রথমে ব্যাটিং করতে হচ্ছে বলে আমি চিন্তিত নই। এখানে অনেক দেরিতে কৃত্রিম আলো জ্বালানো হবে। ২ দলের জন্য উইকেট প্রায় একইরকম থাকবে। গত ম্যাচে আমা ভালো জায়গায় ছিলাম। কিন্তু শেষদিকে ৪০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলি। আমাদের ইনিংসের শুরুটা ভালো হওয়ার পর সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজ দলের সবার কাছে ফের নিজেদের প্রমাণ করার সুযোগ আছে। গত ২ ম্যাচের চেয়ে আজকের ম্যাচের উইকেট অনেক ভালো বলে মনে হচ্ছে। আশা করি আমরা অনেক রান তুলতে পারব। আমাদের দলে ২টি বদল হয়েছে। ওডিআই ফর্ম্যাটে রজত পতিদারের অভিষেক হচ্ছে। রুতুর আঙুলে চোট রয়েছে। ও খেলতে পারছে না। কুলদীপকে বিশ্রাম দেওয়া হয়েছে। ওর পরিবর্তে খেলছে ওয়াশিংটন সুন্দর।’

দক্ষিণ আফ্রিকা দলে কোনও বদল নেই

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করাম বলেছেন, 'উইকেট দেখে ভালো মনে হচ্ছে। ম্যাচের দ্বিতীয়ার্ধে উইকেট খুব বেশি বদলাবে না। আমরা নিজেদের চ্যালেঞ্জ করে যেতে চাই। আশা করি আমরা নিয়মিত ব্যবধানে উইকেট নিতে পারব এবং ওদের কম রানে আটকে রাখতে পারব। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় ওডিআই ম্যাচে যেভাবে খেলেছি এই ম্যাচেও সেভাবেই খেলতে চাই।' 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Indian Cricket Team: ওডিআই ম্যাচে অভিষেকেই শতরান করা একমাত্র ভারতীয় ব্যাটার কে?

Mohammad Shami: নতুন বছরের শুরুতেই অর্জুন পুরস্কার পাচ্ছেন মহম্মদ শামি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি? Suvendu Adhikari
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
ভর সন্ধ্যায় এ কী হয়ে গেল Nadia-র Shantipur-এ! দেখলে আপনিও আঁতকে উঠবেন | Nadia News Today