দলকে যত বেশি সম্ভব ম্যাচ জেতানোই লক্ষ্য, বললেন সিরিজের সেরা বিরাট কোহলি

Published : Jan 15, 2023, 11:23 PM ISTUpdated : Jan 15, 2023, 11:47 PM IST
virat kohli

সংক্ষিপ্ত

ওডিআই সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচেই জয় পেল ভারত। রবিবার শেষ ম্যাচে ওডিআই ফর্ম্যাটে সবচেয়ে বেশি রানের জেতার রেকর্ড গড়ল ভারত।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে ৩ ম্যাচের মধ্যে ২ শতরান করলেন। রবিবার অসাধারণ ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। স্বাভাবিকভাবেই সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। দল জেতার পর এই তারকা বললেন, 'আমি সিরিজের সেরা খেলোয়াড় হয়েছি কি না জানি না। আমি ঠিক যে লক্ষ্য নিয়ে খেলছিলাম তার ফলেই এই ইনিংস খেলতে পেরেছি। আমি যে মানসিকতা নিয়ে খেলি তার ফলেই এই সাফল্য পেয়েছি। আমার মনোভাব হল, সবসময় দলকে ম্যাচ জিততে সাহায্য করতে হবে। যতক্ষণ সম্ভব ব্যাট করে যেতে হবে। সেটা করতে পারলেই পার্থক্য গড়ে দেওয়া যায়। আমি সবসময় উপযুক্ত লক্ষ্য নিয়ে খেলি। দলকে যত বেশি সম্ভব সাহায্য করতে চাই। মানসিকতাই আসল। আমি দীর্ঘ বিরতির পর দলে ফিরে থেকে ভালো ফর্মে আছি। আমি কোনও নজির গড়ার জন্য মরিয়া হয়ে উঠিনি। আমি শুধু নিজের ব্যাটিং উপভোগ করছি। আমি এখন যে পরিস্থিতিতে আছি তাতে ফুরফুরে মেজাজে থাকতেই পারি। এই ম্যাচেও আমি খুশি মনে ব্যাটিং করতে পেরেছি। আমি এখন ভালো জায়গায় আছি। এভাবেই খেলে যেতে চাই।'

সতীর্থদের প্রশংসা করে বিরাট বলেছেন, '(মহম্মদ) শামি সবসময়ই আমাদের হয়ে ভালো পারফরম্যান্স দেখায় কিন্তু (মহম্মদ) সিরাজ যেভাবে উঠে এসেছে সেটা অসাধারণ। ও পাওয়া প্লে-র সময় সবচেয়ে বেশি উইকেট নিয়েছে। এর আগে পাওয়া প্লে-তে উইকেট পাওয়া নিয়ে সমস্যা ছিল। সিরাজ সবসময় ব্যাটারদের চিন্তায় ফেলে দিচ্ছে। বিশ্বকাপের আগে এটা আমাদের দলের জন্য খুব ভালো লক্ষণ।'

শ্রীলঙ্কার বিরুদ্ধে এদিনের ইনিংসে ওডিআই ফর্ম্যাটে বিরাট ব্যক্তিগত দ্বিতীয় সর্বাধিক স্কোর করেছেন। ওডিআই ফর্ম্যাটে তাঁর সর্বাধিক স্কোর ২০১২ সালে পাকিস্তানের বিরুদ্ধে। বাংলাদেশের মীরপুরে সেই ম্যাচে ১৮৩ রান করেছিলেন বিরাট। রবিবার তিরুঅনন্তপুরমে তিনি করলেন অপরাজিত ১৬৬ রান। ২০১৮ সালে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৬০ রান করে অপরাজিত ছিলেন বিরাট। ২০১৮ সালে বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫৭ রান করে অপরাজিত ছিলেন এই তারকা ব্যাটার। ২০১৬ সালে মোহালিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫৪ রান করে অপরাজিত ছিলেন বিরাট।

সম্প্রতি অসাধারণ ফর্মে বিরাট। তিনি ধারাবাহিকভাবে রান করে চলেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজের পর দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই, টি-২০ সিরিজ খেলবে ভারত। ওডিআই সিরিজের দলে রাখা হয়েছে বিরাটকে। এই সিরিজেও ভালো পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য।

আরও পড়ুন-

ওডিআই ফর্ম্যাটে সবচেয়ে বেশি রানে জয়, শ্রীলঙ্কার বিরুদ্ধে নতুন রেকর্ড ভারতের

তৃতীয় ম্যাচে ৩১৭ রানে জয় ভারতের, ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

বাউন্ডারি আটকাতে গিয়ে সংঘর্ষ, মারাত্মক চোট পেলেন শ্রীলঙ্কার ২ ফিল্ডার

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত