সংক্ষিপ্ত

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রতিটি ম্যাচই জিতল ভারত। রবিবার তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতের সামনে দাঁড়াতেই পারল না শ্রীলঙ্কা।

টি-২০ সিরিজে লড়াই হলেও, ওডিআই সিরিজে শ্রীলঙ্কাকে সহজেই হোয়াইটওয়াশ করল ভারত। গুয়াহাটি, কলকাতার পর তিরুঅনন্তপুরমেও সহজ জয় পেল ভারত। রবিবার সিরিজের শেষ ম্যাচেই সবচেয়ে বড় ব্যবধানে জয় পেল ভারত। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বিরাট কোহলি ও শুবমান গিলের শতরানের সুবাদে ৫ উইকেটে ৩৯০ রান করে ভারত। বিরাট ১১০ বলে ১৬৬ রান করে অপরাজিত থাকেন। তিনি ১৩টি বাউন্ডারি ও ৮টি ওভার-বাউন্ডারি মারেন। শুবমান করেন ১১৬ রান। তাঁর ৯৭ বলে ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। রোহিত করেন ৪২ রান। শ্রেয়াস আইয়ার করেন ৩৮ রান। রান তাড়া করতে নেমে ৯ উইকেটে ৭৩ রান করে শ্রীলঙ্কা। ফিল্ডিং করার সময় সতীর্থ জেফ্রি বন্দরসের সঙ্গে সংঘর্ষে চোট পাওয়ায় ব্যাটিং করতে নামতে পারেননি আশেন বন্দরা। ফলে ৩১৭ রানে জয় পেল ভারত। ওডিআই ফর্ম্যাটে এত রানে জয়ের নজির বিরল। 

এদিন বল হাতে আগুন ঝরান ভারতের পেসার মহম্মদ সিরাজ। তিনি ১০ ওভার বল করে ৩২ রান দিয়ে ৪ উইকেট নেন। ২০ রান দিয়ে ২ উইকেট নেন মহম্মদ শামি। ১৬ রান দিয়ে ২ উইকেট নেন কুলদীপ যাদব। 

এদিন শ্রীলঙ্কার কোনও ব্যাটারই খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। মাত্র ৩ জন ব্যাটার ২ অঙ্কের রান করতে সক্ষম হন। ওপেনার নুয়ানিন্দু ফার্নান্ডো করেন ১৯ রান। অধিনায়ক দাসুন শনাকা করেন ১১ রান। কাসুন রঞ্জিতা ১৩ রান করে অপরাজিত থাকেন। 

৩৯১ রানের টার্গেট তাড়া করে শ্রীলঙ্কা জয় পাবে এটা কেউই আশা করেননি। শ্রীলঙ্কা কতটা লড়াই করবে সেটা নিয়েই সবার আগ্রহ ছিল। কিন্তু সিরাজের আগুনে স্পেলের ফলে বেশিক্ষণ লড়াই করতে পারলেন না দ্বীপরাষ্ট্রের ব্যাটাররা। নিজের প্রথম ওভারেই আবিষ্কা ফার্নান্ডোকে (১) আউট করে দেন সিরাজ। এরপর নিজের দ্বিতীয় ওভারে কুশল মেন্ডিসকে (৪) আউট করে দেন সিরাজ। এরপর চরিত আসালাঙ্কাকে (১) আউট করে শ্রীলঙ্কা শিবিরে তৃতীয় ধাক্কা দেন শামি। এরপর নুয়ানিন্দুকে ফিরিয়ে দেন সিরাজ। তিনিই এরপর ওয়ানিন্দু হাসারঙ্গাকে (১) আউট করে দেন। ৩৭ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর দারুণ তৎপরতার সঙ্গে চামিকা করুণারত্নেকে (১) রান আউট করে দেন সিরাজ। শামির দ্বিতী শিকার হন দুনিথ ওয়েল্লালাগে (৩)। কুলদীপের বলে লাহিড়ু কুমারা (৯) বোল্ড হয়ে যেতেই ম্যাচ শেষ হয়ে যায়।

আরও পড়ুন-

বাউন্ডারি আটকাতে গিয়ে সংঘর্ষ, মারাত্মক চোট পেলেন শ্রীলঙ্কার ২ ফিল্ডার

রঞ্জি ট্রফির ম্যাচ খেলে ফিটনেসের প্রমাণ দিতে হবে রবীন্দ্র জাদেজাকে

৬ সপ্তাহ পরে ফের অস্ত্রোপচার হবে ঋষভ পন্থের, বিশ্বকাপে খেলার সম্ভাবনা কমছে