ওডিআই ফর্ম্যাটে সবচেয়ে বেশি রানে জয়, শ্রীলঙ্কার বিরুদ্ধে নতুন রেকর্ড ভারতের

Published : Jan 15, 2023, 09:48 PM ISTUpdated : Jan 15, 2023, 10:38 PM IST
india

সংক্ষিপ্ত

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে নতুন নজির গড়ল ভারতীয় দল। তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মহম্মদ সিরাজের অসাধারণ বোলিংয়ের জবাব ছিল না শ্রীলঙ্কার কাছে।

রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে ইতিহাস গড়ল ভারতীয় দল। এদিন ভারতের কাছে ৩১৭ রানে হেরে গেল শ্রীলঙ্কা। এটাই ওডিআই ম্যাচে কোনও দলের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নজির। এর আগে ওডিআই ফর্ম্যাটে সবচেয়ে বেশি রানে ম্যাচ জেতার রেকর্ড ছিল নিউজিল্যান্ডের দখলে। ২০০৮ সালের জুলাইয়ে আয়ারল্যান্ডকে ২৯০ রানে হারিয়ে দিয়েছিল কিউয়িরা। রবিবার সেই রেকর্ড ভেঙে দিল ভারত। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ৩৯০ রান করে ভারত। জবাব ৯ উইকেটে ৭৩ রান করে শ্রীলঙ্কা। ফিল্ডিং করার সময় চোট পাওয়ায় ব্যাটিং করতে নামতে পারেননি আশেন বন্দরা। ফলে বিশাল ব্যবধানে জয় পায় ভারত। এর আগে ওডিআই ফর্ম্যাটে ভারতের সবচেয়ে বেশি রানে জয় ছিল বারমুডার বিরুদ্ধে। ২০০৭ সালের বিশ্বকাপে পোর্ট অফ স্পেনে বারমুডাকে ২৫৭ রানে হারিয়ে দিয়েছিল ভারত। রবিবার তার চেয়ে অনেক বেশি রানে জয় পেল ভারতীয় দল।

এদিন মাত্র ২২ ওভারেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ভারতের হয়ে সবচেয়ে ভালো বোলিং করেন মহম্মদ সিরাজ। ১০ ওভার বল করে ৩২ রান দিয়ে ৪ উইকেট নেন এই পেসার। ১৬ রান দিয়ে ২ উইকেট নেন কুলদীপ যাদব। ২০ রান দিয়ে ২ উইকেট নেন মহম্মদ শামি।

এই পারফরম্যান্সের পর সিরাজ বলেছেন, ‘আমি এদিন প্রথমবার ৫ উইকেট নিতে চেয়েছিলাম। তার জন্য অনেক চেষ্টা করেছি। কিন্তু যতটা প্রাপ্য ঠিক ততটাই পেয়েছি। এদিন আউটস্যুইং ভালো হচ্ছিল। কিন্তু উইকেট পেয়েছি উল্টোদিক দিয়ে সিম ব্যবহার করে। আমি আউটস্যুইং বলের মাধ্যমে ব্যাটারদের মনে সংশয় তৈরি করার চেষ্টা করছিলাম। আমি যাতে ৫ উইকেট পাই তার জন্য অধিনায়ক অনেক চেষ্টা করেছে। কিন্তু আমাদের কিছু করার নেই।’

ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘এই সিরিজে আমরা দুর্দান্ত সাফল্য পেয়েছি। এই সিরিজ থেকে আমাদের দলের জন্য অনেক ইতিবাচক দিক আছে। আমরা ভালো বোলিং করেছি, যখন প্রয়োজন তখন উইকেট নিয়েছি। ব্যাটারারা গোটা সিরিজেই ভালো পারফরম্যান্স দেখিয়েছে। ব্যাটাররা প্রচুর রান করেছে। সেটা দেখতে ভালো লেগেছে। সিরাজ খুব ভালো বোলিং করেছে। ওর বলে স্লিপে ফিল্ডার রাখা দরকার ছিল। ও বিরল প্রতিভা। ও গত কয়েক বছরে যেভাবে উন্নতি করেছে সেটা দেখতে ভালো লাগছে।’

আরও পড়ুন-

তৃতীয় ম্যাচে ৩১৭ রানে জয় ভারতের, ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

বাউন্ডারি আটকাতে গিয়ে সংঘর্ষ, মারাত্মক চোট পেলেন শ্রীলঙ্কার ২ ফিল্ডার

রঞ্জি ট্রফির ম্যাচ খেলে ফিটনেসের প্রমাণ দিতে হবে রবীন্দ্র জাদেজাকে

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Messi in Delhi: দিল্লীতে মেসির সঙ্গে দেখা করতে পারেন বিরাট? স্ত্রী অনুষ্কাকে নিয়ে দেশে ফিরলেন কোহলি
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় টি-২০ ম্যাচে সহজ জয়, সিরিজে এগিয়ে গেল ভারতীয় দল