চোট সারিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতীয় দলে ফিরলেন জসপ্রীত বুমরা

চোট সারিয়ে জাতীয় দলে ফিরলেন বর্তমানে বিশ্বের অন্য়তম সেরা পেসার জসপ্রীত বুমরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলবেন তিনি।

দীর্ঘদিন পর ভারতীয় দলে ফিরলেন পেসার জসপ্রীত বুমরা। গত বছরের সেপ্টেম্বরে চোট পাওয়ার পর আর জাতীয় দলের হয়ে খেলতে পারেননি এই পেসার। টি-২০ বিশ্বকাপেও খেলতে পারেননি তিনি। এবার অবশ্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পক্ষ থেকে বুমরাকে ফিট ঘোষণা করা হয়েছে। সেই কারণেই তাঁকে জাতীয় দলে ফেরানো হল। এ বছরের অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ। তার আগে বুমরার ফিটনেস নিয়ে চিন্তায় ভারতের টিম ম্যানেজমেন্ট। এই পেসারকে ফিট রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আগামী মাস থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেতে হলে এই সিরিজ জিততেই হবে ভারতীয় দলকে। সেই কারণে এই সিরিজ ভারতীয় দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে বুমরাকে ভারতীয় দলে প্রয়োজন। এই পেসার দলে থাকলে ভারতের সুবিধা হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজ খেলার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। এরপর শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ।

ভারতীয় দলের অধিনায়ক অধিনায়ক রোহিত শর্মা বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে ফিল্ডিং করার সময় ক্যাচ নিতে গিয়ে বুড়ো আঙুলে চোট পান। এরপরেই তিনি ঢাকা থেকে মুম্বই ফিরে আসেন। মুম্বই ফিরে বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান রোহিত। তিনি বিসিসিআই মেডিক্যাল টিমের সদস্যদেরও পরামর্শ নেন। ফিট হয়ে ওঠার জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যান ভারতের অধিনায়ক। তিনি সোশ্যাল মিডিয়ায় অনুশীলনের ছবি পোস্ট করেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে তাঁকে না রাখা হলেও, এবার ওডিআই সিরিজের দলে ফেরানো হল তাঁকে। বিরাট কোহলি, কে এল রাহুলকেও ওডিআই সিরিজের দলে ফেরানো হয়েছে।

Latest Videos

১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কার ওডিআই সিরিজ। প্রথম ম্যাচ গুয়াহাটিতে। এরপর১২ জানুয়ারি দ্বিতীয় ওডিআই ম্যাচ ইডেন গার্ডেন্সে। ১৫ জানুয়ারি তৃতীয় ওডিআই ম্যাচ তিরুঅনন্তপুরমে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক),  শুবমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, উমরান মালিক ও আর্শদীপ সিং।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ২ রানে জয় পেয়েছে ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচ বৃহস্পতিবার। এই সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ শনিবার, ৭ জানুয়ারি।

আরও পড়ুন-

রঞ্জি ট্রফিতে দিল্লির বিরুদ্ধে হ্যাটট্রিক-সহ ৮ উইকেট জয়দেব উনাদকাটের

আন্তর্জাতিক ম্যাচে স্বপ্নের অভিষেক, ৪ উইকেট নিয়ে ভারতকে জেতালেন শিবম মাভি

অভিষেকেই নজর কাড়লেন শিবম মাভি, উত্তেজক ম্যাচে শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়ে দিল ভারত

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল