আন্তর্জাতিক ম্যাচে স্বপ্নের অভিষেক, ৪ উইকেট নিয়ে ভারতকে জেতালেন শিবম মাভি

Published : Jan 03, 2023, 11:10 PM ISTUpdated : Jan 03, 2023, 11:40 PM IST
Shivam Mavi

সংক্ষিপ্ত

মঙ্গলবারই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেলেন শিবম মাভি। প্রথম ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সবার নজর কেড়ে নিলেন এই পেসার।

এতদিন ঘরোয়া ক্রিকেট, আইপিএল-এ নজর কেড়েছেন, মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে প্রথমবার পা রাখলেন উত্তরপ্রদেশের ২৪ বছর বয়সি পেসার শিবম মাভি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচেই ২২ রান দিয়ে ৪ উইকেট নিলেন এই পেসার। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচতে ভারতীয় দলের জয়ের অন্যতম নায়ক মাভি। এদিন শ্রীলঙ্কার ইনিংসের দ্বিতীয় ওভারেই মাভির হাতে বল তুলে দেন এই সিরিজে ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথম বলে কোনও রান করতে পারেননি কুশল মেন্ডিস। পরের বলেই অবশ্য বাউন্ডারি মারেন তিনি। তৃতীয় বলেও বাউন্ডারি হয়। চতুর্থ বলে হয় ১ রান। প্রথম ওভারে এরকমভাবে রান দিতে থাকলে যে কোনও তরুণ বোলারেরই মনোবল ভেঙে যাওয়ার কথা। কিন্তু আইপিএল-এ ২০১৮ থেকে খেলার সুবাদে এই ধরনের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া শিখে গিয়েছেন মাভি। তিনি পঞ্চম বলেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট তুলে নেন। বোল্ড হয়ে যান পথুম নিশাঙ্ক। এরপর আর মাভিকে পিছনে ফিরে তাকাতে হয়নি।

নিজের দ্বিতীয় ওভারে ফের উইকেট পান মাভি। এবার তিনি ফিরিয়ে দেন ধনঞ্জয় ডি সিলভাকে। ক্যাচ নেন সঞ্জু স্যামসন। মাভির এই ওভারে জোড়া বাউন্ডারি মারেন ডি সিলভা। কিন্তু ফের দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে উইকেট ছিনিয়ে নেন মাভি। প্রথম স্পেলে ২ ওভার বল করে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল-এ খেলা এই পেসার। 

ম্যাচের শেষদিকে বিপজ্জনক হয়ে ওঠা ওয়ানিন্দু হাসারঙ্গাকে আউট করে ভারতকে জয়ের দিকে নিয়ে যান এই মাভি। ক্যাচ নেন হার্দিক। মাভির চতুর্থ উইকেট মাহিশ থিকসানার। ক্যাচ নেন সূর্যকুমার যাদব। অভিষেক ম্যাচেই ৪ উইকেট নিলেও অবশ্য এদিন ম্যাচের সেরার পুরস্কার পাননি মাভি। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন দীপক হুডা।

মাভির পাশাপাশি এদিন ভাল বোলিং করেন উমরান মালিক। তিনি ২৭ রান দিয়ে ২ উইকেট নেন। হর্ষল প্যাটেল ২ উইকেট নিলেও, শেষদিকে মার খেয়ে যান। তিনি শেষদিকে অনেক রান দেওয়ার ফলেই ভারতকে শেষ ওভারে কষ্ট করে ম্যাচ জিতেত হয়। না হলে হয়তো সহজ জয়ই পেত ভারত।

এদিন টি-২০ ফর্ম্যাটে প্রথম ম্যাচ খেলতে নামা শুবমান গিল বড় রান পাননি। তিনি ৭ রান করেই আউট হয়ে যান। সূর্যকুমার যাদবও করেন ৭ রান। সঞ্জু স্যামসন ফের ব্যর্থ। কেরালার উইকেটকিপার-ব্যাটার করেন ৫ রান। তিনি এদিন ক্যাচ ফস্কান, ফিল্ডিংও ভালো করতে পারেননি।

আরও পড়ুন-

অভিষেকেই নজর কাড়লেন শিবম মাভি, উত্তেজক ম্যাচে শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়ে দিল ভারত

মহিলাদের আইপিএল-এ দলের মালিকানার জন্য় দরপত্র প্রকাশ করার কথা ঘোষণা বিসিসিআই-এর

ঋষভ পন্থ নিশ্চয়ই দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবে, প্রার্থনা সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের

PREV
click me!

Recommended Stories

IND U19 vs UAE U19: বিধ্বংসী ব্যাটিং তরুণ বৈভবের! সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে দাপুটে সেঞ্চুরি
IPL Most Expensive Player: ধোনি থেকে ঋষভ পন্থ! এখনও পর্যন্ত, আইপিএল-এর নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার কারা?