রঞ্জি ট্রফিতে দিল্লির বিরুদ্ধে হ্যাটট্রিক-সহ ৮ উইকেট জয়দেব উনাদকাটের

জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটানোর পর এবার ঘরোয়া ক্রিকেটেও অবিস্মরণীয় পারফরম্যান্স দেখালেন জয়দেব উনাদকাট। নতুন বছরের শুরুটা দারুণভাবে করলেন তিনি।

১২ বছর পর টেস্ট দলে ফিরেছেন। বাংলাদেশ সফরে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন। দেশে ফিরে এবার রঞ্জি ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স দেখালেন জয়দেব উনাদকাট। দিল্লির বিরুদ্ধে নিজের প্রথম ওভারেই হ্যাটট্রিক করলেন সৌরাষ্ট্রের অধিনায়ক। রাজকোটে এই ম্যাচে প্রথম দিনই ৩৯ রান দিয়ে ৮ উইকেট নেন উনাদকাট। তাঁর দাপটে মঙ্গলবার প্রথম ইনিংসে ১৩৩ রানে অলআউট হয়ে যায় দিল্লি। উনাদকাট একে একে ফিরিয়ে দেন ধ্রুব শোরে (০), বৈভব রাওয়াল (০), যশ ধূল (০), জন্টি সিধু (৪), ললিত যাদব, লক্ষ্যয় তারেজা (১), শিবাঙ্ক বশিষ্ঠ (৩৮) ও কুলদীপ যাদবকে (০)। সৌরাষ্ট্রের হয়ে ১ উইকেট করে নেন চিরাগ জানি ও প্রেরক মাঁকড়। দিল্লির ৬ জন ব্যাটার ০ রানে আউট হয়ে যান। মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের রান করেন। ৬৮ রান করে অপরাজিত থাকেন হৃতিক শকিন। ৩৮ রান করেন বশিষ্ঠ এবং ১৫ রান করেন প্রাংশু বিজয়রান। দিনের শেষে প্রথম ইনিংসে সৌরাষ্ট্রের স্কোর ১ উইকেট হারিয়ে ১৮৪ রান। ১০৪ রান করে অপরাজিত হার্ভিক দেশাই এবং ৪৪ রান করে অপরাজিত চিরাগ। ৩৪ রান করে আউট হয়ে গিয়েছেন ওপেনার জয় গোহিল।

এদিন দিল্লির অধিনায়ক ধূল টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। তিনি হয়তো বড় স্কোরের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু সৌরাষ্ট্রের অধিনায়কের ভাবনা ছিল অন্যরকম। তিনি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে ফিরিয়ে দেন শোরে, রাওয়াল ও ধূলকে। রঞ্জি ট্রফির ইতিহাসে এই প্রথম কোনও বোলার প্রথম ওভারে হ্যাটট্রিক করলেন। এর আগে ২০১৭-১৮ মরসুমের রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে প্রথম ও তৃতীয় ওভার মিলিয়ে হ্য়াটট্রিক করেছিলেন কর্ণাটকের পেসার বিনয় কুমার। এতদিন এটাই ছিল রঞ্জি ট্রফিতে দ্রুততম হ্যাটট্রিকের নজির। এদিন ম্যাচের প্রথম ওভারেই হ্যাটট্রিক করে নতুন নজির গড়লেন উনাদকাট।

Latest Videos

সম্প্রতি অবিশ্বাস্য ফর্মে আছেন উনাদকাট। সৌরাষ্ট্রর হয়ে বিজয় হাজারে ট্রফিতে ১০ ম্যাচে ১৯ উইকেট নিয়ে দলকে চ্যাম্পিয়ন করেন এই পেসার। এরপর বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলার সুযোগ পেয়ে ৩ উইকেট নেন উনাদকাট। এবার রঞ্জি ট্রফিতেও দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন তিনি। এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে আরও নজির গড়বেন উনাদকাট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে সুযোগ পেতে পারেন তিনি।

আরও পড়ুন-

আন্তর্জাতিক ম্যাচে স্বপ্নের অভিষেক, ৪ উইকেট নিয়ে ভারতকে জেতালেন শিবম মাভি

অভিষেকেই নজর কাড়লেন শিবম মাভি, উত্তেজক ম্যাচে শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়ে দিল ভারত

ঋষভ পন্থ নিশ্চয়ই দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবে, প্রার্থনা সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari