ভারতীয় দলের হয়ে আর টি-২০ ফর্ম্যাটে খেলবেন না রোহিত শর্মা, বিরাট কোহলি। তবে ওডিআই, টেস্টে খেলা চালিয়ে যাবেন তাঁরা। শ্রীলঙ্কা সফরেই ভারতীয় দলে ফিরলেন এই দুই তারকা।
টি-২০ বিশ্বকাপের পর বিশ্রামে থাকলেও, শ্রীলঙ্কা সফরে ওডিআই সিরিজে ভারতীয় দলে ফিরলেন রোহিত শর্মা, বিরাট কোহলি। বৃহস্পতিবার দল ঘোষণা করেছেন নির্বাচকরা। অধিনায়ক হিসেবেই দলে আছেন রোহিত। টি-২০ সিরিজের মতোই ওডিআই সিরিজেও সহ-অধিনায়ক হিসেবে দলে আছেন শুবমান গিল। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল, শ্রীলঙ্কা সফরে খেলবেন না রোহিত ও বিরাট। তাঁরা দু'জনেই বিদেশে ছুটি কাটাতে গিয়েছেন। উইম্বলডনে ম্যাচ দেখার পর মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে গিয়েছেন রোহিত। জিম্বাবোয়ে সফরে স্বাভাবিকভাবেই দলে ছিলেন না টি-২০ বিশ্বকাপে খেলা কোনও ক্রিকেটার। তবে শ্রীলঙ্কা সফরে দলে ফিরলেন রোহিত, বিরাটরা।
প্রথমবার ওডিআই দলে রিয়ান পরাগ
জিম্বাবোয়ে সফরে প্রথমবার ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন রিয়ান পরাগ। এবার শ্রীলঙ্কা সফরে টি-২০, ওডিআই সিরিজের দলে জায়গা পেলেন এই তরুণ। শ্রীলঙ্কা সফরে ওডিআই সিরিজের জন্য ঘোষিত দলে আছেন- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়াস আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ ও হর্ষিত রানা। টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাননি রাহুল। তবে এবার শ্রীলঙ্কা সফরে ওডিআই সিরিজে তিনি ভারতীয় দলের উইকেটকিপার হিসেবে আছেন। টি-২০ সিরিজের দলে অবশ্য জায়গা পাননি রাহুল।
ভারতের ওডিআই দলে রদবদল
গাড়ি দুর্ঘটনার পর প্রথমবার ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলে জায়গা পেয়েছেন ঋষভ। টি-২০ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার। এবার শ্রীলঙ্কা সফরে ওডিআই, টি-২০ ফর্ম্যাটেও ভালো পারফরম্যান্সের লক্ষ্যে ঋষভ। জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন শুবমান। তাঁরা ৪-১ ফলে সিরিজ জিতেছেন। এবার শ্রীলঙ্কা সফরে সহ-অধিনায়ক হিসেবেও ভালো পারফরম্যান্স দেখাতে চান শুবমান। ওডিআই দলে ফিরে নিজেকে নতুন করে প্রমাণ করার লক্ষ্যে শ্রেয়াস।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Yuvraj Singh: সর্বকালের সেরা একাদশ বাছলেন যুবরাজ, জায়গা পেলেন প্রিয় 'দাদা'?