নিউজিল্যান্ড সফরে অধিনায়ক হিসেবে ভাল পারফরম্যান্সের পরেও বাদ ধাওয়ান

মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের মাটিতে টি-২০, ওডিআই সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। এই দল ঘোষণা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

ভাল পারফরম্যান্স দেখানোর পরেও দল থেকে বাদ পড়ার ঘটনা ভারতীয় ক্রিকেটে নতুন নয়। বাংলার অধিনায়কর মনোজ তিওয়ারি ওডিআই ম্যাচে শতরান করার পরের ম্যাচেই বাদ পড়েছিলেন। শুধু মনোজই না, ভাল পারফরম্যান্সের পরেও দলে জায়গা পাননি অনেক ক্রিকেটার। এবার একই ঘটনা দেখা গেল শিখর ধাওয়ানের ক্ষেত্রে। নিউজিল্যান্ড সফরে ওডিআই সিরিজে যাঁকে অধিনায়ক করা হয়েছিল, দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে তাঁকেই দলে রাখা হল না। এমন নয় যে খারাপ পারফরম্যান্স ছিল ধাওয়ানের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ৭৭ বলে ৭২ রান করেন এই বাঁ হাতি ওপেনার। দ্বিতীয় ম্যাচে অবশ্য মাত্র ৩ রান করেন ধাওয়ান। তৃতীয় ম্যাচে তিনি করেন ২৮ রান। ফলে একেবারে খারাপ পারফরম্যান্স বলা যাবে না। তা সত্ত্বেও বাদ পড়তে হল ধাওয়ানকে। আগামী বছর দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ। তার আগে দল থেকে বাদ পড়া ধাওয়ানের কেরিয়ারের পক্ষে মোটেই ভাল সঙ্কেত নয়। ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলেন ৩৭ বছর বয়সি এই বাঁ হাতি ব্যাটার। ২০২১-এর ২৯ জুলাই শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টি-২০ ম্যাচ খেলার সুযোগ পান তিনি। এবার ওডিআই দল থেকেও বাদ পড়ায় তাঁর বিশ্বকাপের দলে থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

এ বছর ভারতীয় দলের হয়ে যখনই খেলার সুযোগ পেয়েছেন তখনই ভাল পারফরমন্যান্স দেখিয়েছেন ধাওয়ান। তিনি এশিয়া কাপ বা টি-২০ বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতাগুলিতে খেলার সুযোগ পাননি। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো সিনিয়র ক্রিকেটারদের যে সিরিজগুলিতে বিশ্রাম দেওয়া হয়েছে, সেই সিরিজগুলিতে মূলত তরুণ ক্রিকেটারদের নিয়ে খেলেছেন ধাওয়ান। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে পার্লে ৭৯ ও কেপ টাউনে ৬১ রান করেন এই বাঁ হাতি ওপেনার। ইংল্যান্ড সফরে রান না পেলেও, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯৭ ও ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এরপর জিম্বাবোয়ের বিরুদ্ধে ৮১ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। নিউজিল্যান্ড সফরেও তাঁর ব্যাট থেকে ভাল ইনিংস আসে। বাংলাদেশ সফরে অবশ্য কোনও ম্যাচেই বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি ধাওয়ান। এরপরেই তাঁকে বাদ পড়তে হল।

Latest Videos

শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজে যাঁদের দলে নেওয়া হল এবং বাদ দেওয়া হল, এর কারণ হিসেবে কিছু জানায়নি বিসিসিআই। ফলে ধাওয়ান কেন বাদ পড়লেন, সেটা নিয়ে ধন্দ তৈরি হয়েছে।

আরও পড়ুন-

রঞ্জি ট্রফিতে নাগাল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত শতরান অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামির

টেস্ট র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ নেমে ১৪ নম্বরে বিরাট, উন্নতি অশ্বিন-শ্রেয়াসের

ভারতের কাছে টেস্ট সিরিজ হারের পরেই পদত্যাগ বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গোর

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar