টেস্ট র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ নেমে ১৪ নম্বরে বিরাট, উন্নতি অশ্বিন-শ্রেয়াসের

Published : Dec 28, 2022, 04:47 PM IST
virat kohli sad

সংক্ষিপ্ত

ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের পর আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বেশ কিছু রদবদল হল। ভারতীয় ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি ও অবনতি হল। 

প্রায় ৩ বছর টেস্ট ক্রিকেটে শতরান নেই বিরাট কোহলির। বাংলাদেশের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজেও তিনি বড় রান পেলেন না। তাঁর র‍্যাঙ্কিংয়ের উপর এই খারাপ পারফরম্যান্সের প্রভাব পড়ল। একসময় আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বিরাট এখন ১৪ নম্বরে। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের পর তিনি ২ ধাপ নেমে গেলেন। বাংলাদেশের বিরুদ্ধে ২ টেস্ট ম্যাচে ৪ ইনিংসে মাত্র ৪৫ রান করেছেন বিরাট। বাংলাদেশের স্পিনারদের বোলিং ভালভাবে সামাল দিতে পারছিলেন না বিরাট। এর ফলেই তিনি বড় রান পাননি। এ বছর টেস্ট ম্যাচে বিরাটের গড় ২৫-এর কাছাকাছি। তিনি ৬ ম্যাচে মাত্র ২৬৫ রান করেছেন। এই পারফরম্যান্সের জন্যই র‍্যাঙ্কিংয়ে অবনতি হল বিরাটের। তবে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভাল পারফরম্যান্স দেখানোর সুবাদে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে শ্রেয়াস আইয়ারের। এই ব্যাটার বাংলাদেশের বিরুদ্ধে ২ টেস্ট ম্যাচে ২০২ রান করেন। তিনি ১০ ধাপ উন্নতি করে এখন ১৬ নম্বরে। দ্বিতীয় টেস্ট ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে জুটিতে ৭১ রান যোগ করে কঠিন পরিস্থিতি থেকে ভারতীয় দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শ্রেয়াস। ২ টেস্টেই শতরানের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন শ্রেয়াস। শতরান না পেলেও, দলকে জয় পেতে সাহায্য করেছেন এই মিডল অর্ডার ব্যাটার। তিনি এখন ভারতের টেস্ট দলের ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা।

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৭৩ রানের লড়াকু ইনিংস খেলা লিটন দাসেরও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। তিনি ২ ধাপ উঠে এখন ১২ নম্বরে। বিরাটের অবস্থান যেখানে ছিল, এখন সেখানে পৌঁছে গিয়েছেন লিটন।

টেস্টে এখন ব্যাটারদের মধ্যে শীর্ষে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। ভারতীয়দের মধ্যে সবচেয়ে ভাল অবস্থান ঋষভ পন্থের। এই উইকেটকিপার-ব্যাটার এখন আছেন ৬ নম্বরে। বাংলাদেশের বিরুদ্ধে বেশ ভাল পারফরম্যান্স দেখিয়েছেন পন্থ। চোটের জন্য বাংলাদেশের বিরুদ্ধে খেলতে না পারা রোহিত শর্মা আছেন ৯ নম্বরে।

বোলারদের মধ্যে যুগ্মভাবে ৪ নম্বরে আছেন অশ্বিন। বাংলাদেশের বিরুদ্ধে ২ টেস্ট ম্যাচে তিনি নিয়েছেন ৭ উইকেট। ব্যাট হাতেও ভাল পারফরম্যান্স দেখিয়েছেন অশ্বিন। তিনি অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে। বেশ কিছুদিন ভারতীয় দলের বাইরে থাকলেও, অলরাউন্ডারদের তালিকার শীর্ষে রবীন্দ্র জাদেজা। বোলারদের মধ্যে শীর্ষে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। দেশের মাটিতে এখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। সেই সিরিজে ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন কামিন্স।

আরও পড়ুন-

ভারতের কাছে টেস্ট সিরিজ হারের পরেই পদত্যাগ বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গোর

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলবেন রোহিত, টি-২০ দলের নেতা হার্দিক

হাসির খোরাকে পরিণত হয়েছে পিসিবি, নজম শেঠিকে তীব্র আক্রমণ রামিজ রাজার

PREV
click me!

Recommended Stories

আইসিসি ওডিআই র‍্যাঙ্কিং: পিছিয়ে গেলেন রোহিত শর্মা, ৪ বছর পর শীর্ষে বিরাট কোহলি
IND vs NZ ODI: দ্বিতীয় একদিনের ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিউজিল্যান্ডের, প্রথম একাদশে কারা?