মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচ খেলবে ভারতীয় দল। এই ম্যাচে ভারতের হয়ে কারা খেলবেন, সে বিষয়ে ম্যাচের আগের দিনও জল্পনা অব্যাহত।
সাম্প্রতিক খারাপ ফর্ম সত্ত্বেও হয়তো শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে খেলার সুযোগ পাবেন অভিজ্ঞ ব্যাটার কে এল রাহুল। তবে তিনি হয়তো ওপেন করার সুযোগ পাবেন না। মিডল অর্ডারে ব্যাটিং করতে নামতে পারেন এই ব্যাটার। মঙ্গলবার গুয়াহাটিতে ভারতের হয়ে ব্যাটিং ওপেন করতে পারেন অধিনায়ক রোহিত শর্মা ও শুবমান গিল। বাংলাদেশ সফরে তৃতীয় ওডিআই ম্যাচে দ্রুততম দ্বিশতরান করার পরেও এই ম্যাচে খেলার সুযোগ পাবেন না ঈশান কিষান। তাঁকে মাঠের বাইরে বসে থাকতে হবে। শ্রেয়াস আইয়ার ও সূর্যকুমার যাদবের মধ্যে যে কোনও একজনকেও হয়তো ডাগআউটে থাকতে হবে। ভারতীয় দল যদি ৩ স্পিনার অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবকে প্রথম একাদশে রাখে, তাহলে শ্রেয়াস ও সূর্যকুমারের মধ্যে একজন বাদ পড়বেন। সম্প্রতি অসাধারণ ব্যাটিং করছেন অক্ষর। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজেও তিনি ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। সেই কারণেই বিশেষজ্ঞ ব্যাটার কমিয়ে অলরাউন্ডারের সংখ্যা বাড়াতে চাইছে ভারতের টিম ম্যানেজমেন্ট।
কিছুদিন আগেই বিসিসিআই-এর পর্যালোচনা বৈঠকে ওডিআই বিশ্বকাপের জন্য ২০ জন ক্রিকেটারকে নির্দিষ্ট করা হয়েছে। বিশ্বকাপের আগে ভারত যতগুলি ওডিআই ম্যাচ খেলবে, সেই ম্যাচগুলিতে এই ২০ জন ক্রিকেটারকেই ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হবে। তারপর তাঁদের মধ্যে থেকে সেরা পারফরম্যান্স এবং ফিটনেসের ভিত্তিতে ১৫ জনকে চূড়ান্ত দলে বেছে নেওয়া হবে। ২০১১ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি ভারত। গত বছর এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে ব্যর্থ হয়েছে ভারত। এবার বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়া কাপ হবে ওডিআই ফর্ম্যাটে। এই প্রতিযোগিতাতেও সাফল্য পাওয়াই ভারতের লক্ষ্য। বিসিসিআই কর্তারা দলকে সেভাবেই তৈরি করছেন।
ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলে যে অভিজ্ঞ ব্যাটার শিখর ধাওয়ান থাকবেন না, সেটা বোঝা যাচ্ছে। নিউজিল্যান্ড সফরে ওডিআই সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে থাকলেও, দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে দল থেকে বাদ পড়েছেন এই বাঁ হাতি ব্যাটার। গত কয়েক বছরে ভারতের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি ধাওয়ান। ভারতীয় দলে এখন ওপেনারের সংখ্যা কম নয়। রোহিত, শুবমান, ঈশান, রাহুলরা আছেন। মিডল অর্ডারে বিরাট কোহলি, সূর্যকুমার, শ্রেয়াসরা আছেন। তাঁরাই বিশ্বকাপের দলে থাকবেন। ফলে ভারতের হয়ে আর হয়তো কোনও ম্যাচে খেলার সুযোগ পাবেন না ধাওয়ান।
আরও পড়ুন-
এখনই টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নিচ্ছেন না, জানিয়ে দিলেন রোহিত শর্মা
মঙ্গলবার গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কার প্রথম ওডিআই, কখন, কোথায় দেখা যাবে খেলা?
তাড়াহুড়ো করতে নারাজ বিসিসিআই, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলছেন না জসপ্রীত বুমরা