দেশের মাটিতে সবচেয়ে বেশি শতরান, সচিনের রেকর্ড ভাঙলেন বিরাট, একনজরে সেরা ১০

Published : Jan 16, 2023, 06:42 AM IST
Sports Update

সংক্ষিপ্ত

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখালেন বিরাট কোহলি, শুবমান গিল ও মহম্মদ সিরাজ। শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ভারত।

রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে অসাধারণ নজির গড়লেন বিরাট কোহলি। কিংবদন্তি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন বিরাট। তিনি কোনও একটি দেশে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড গড়লেন। ভারতের মাটিতে ওডিআই ফর্ম্যাটে ১০১ ইনিংসে ২১-তম শতরান করলেন বিরাট। দেশের মাটিতে ওডিআই ফর্ম্যাটে ১৬০ ইনিংসে ২০টি শতরান করেন সচিন। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে শতরান করে সচিনের রেকর্ড স্পর্শ করেন বিরাট। রবিবার তিরুঅনন্তপুরমে তিনি সচিনের রেকর্ড ভেঙে দিলেন। ওডিআই ফর্ম্যাটে যে ৫ ব্যাটার সবচেয়ে বেশি রান করেছেন, সেই তালিকাতেও জায়গা করে নিয়েছেন বিরাট। ওডিআই ফর্ম্যাটে সচিনের মোট রান ১৮,৪২৬। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা ওডিআই ফর্ম্যাটে ১৪,২৩৪ রান করেন। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ওডিআই ফর্ম্যাটে ১৩,৭০৪ রান করেন। শ্রীলঙ্কার প্রাক্তন তারকা সনৎ জয়সূর্য ওডিআই ফর্ম্যাটে ১৩,৪৩০ রান করেন। বিরাট এখনও পর্যন্ত ওডিআই ফর্ম্যাটে ১২,৬৫১ রান করেছেন।

ভারত-শ্রীলঙ্কা তৃতীয় ওডিআই ম্যাচে বাউন্ডারি আটকাতে গিয়ে একে অপরের সঙ্গে ধাক্কা লেগে মারাত্মক চোট পেলেন আশেন বন্দরা ও জেফ্রি বন্দরসে। তাঁদের পক্ষে আর খেলা সম্ভব হয়নি। ব্যাটিং করতে নামতে পারেননি বন্দরা। ফলে ৯ উইকেট পড়তেই শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে যায়।

বিস্তারিত দেখুন-

ফিটনেস ধরে রাখতে পারলে ৪০ বছর বয়স পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন বিরাট কোহলি। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ শতরানও করে ফেলতে পারবেন বলে আশা প্রকাশ করলেন সুনীল গাভাসকর। 

বিস্তারিত দেখুন-

ওডিআই ফর্ম্যাটে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল ভারত। রবিবার তিরুঅনন্তপুরমে তৃতীয় ওডিআই ম্যাচে শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়ে দিল ভারত। এতদিন সবচেয়ে বেশি রানে ওডিআই ম্যাচ জয়ের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের দখলে। সেই রেকর্ড ভেঙে দিল ভারত।

বিস্তারিত দেখুন-

হকি বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনকে ২-০ গোলে হারিয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করল ভারত। এই ম্যাচ ড্র হওয়ায় পুল ডি-র শীর্ষে থাকল ইংল্যান্ড। গ্রুপের শেষ ম্যাচে ওয়েলশের মুখোমুখি হবে ভারত।

বিস্তারিত দেখুন-

ফের ঋষভ পন্থের হাঁটুর লিগামেন্টের চোট সারানোর জন্য অস্ত্রোপচার করতে হবে। ৬ সপ্তাহ পর এই অস্ত্রোপচার করবেন চিকিৎসকরা। এ বছর ঋষভ আর ক্রিকেট খেলতে পারবেন কি না সে ব্যাপারে যথেষ্ট সংশয় রয়েছে।

বিস্তারিত দেখুন-

সৌরাষ্ট্রের হয়ে তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন রবীন্দ্র জাদেজা। এই ম্যাচ খেলেই তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ফিটনেসের প্রমাণ দেবেন। বিসিসিআই-এর পক্ষ থেকে তাঁকে রঞ্জি ট্রফির ম্যাচ খেলে ফিটনেসের প্রমাণ দিতে বলা হয়েছে।

বিস্তারিত দেখুন-

চোটের জন্য ঋষভ পন্থ না থাকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেতে পারেন ঈশা কিষান, এমনই মনে করেন প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। ৯ ফেব্রুয়ারি শুরু ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। 

অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ। এই প্রতিযোগিতায় দিন-রাতের ম্যাচগুলি দুপুর দেড়টার বদলে সকাল সাড়ে ১১টা থেকে শুরু করা হোক, এমনই মতপ্রকাশ করলেন রবিচন্দ্রন অশ্বিন। শিশির পড়ার ফলে ক্রিকেট ম্যাচে যে সমস্যা হয়, সেটা এড়ানোর জন্যই ম্যাচের সময় এগিয়ে আনার পক্ষে মতপ্রকাশ করেছেন অশ্বিন।

বিগ ব্যাশ লিগের ম্যাচ চলাকালীন নিজেদের মধ্যে বচসায় জড়ালেন অস্ট্রেলিয়ার ২ তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও ম্যাথু ওয়েড। বচসা চলাকালীন ওয়েডকে ধাক্কা মারেন ওয়ার্নার। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Suryakumar Yadav: শুধু টস করাই অধিনায়কের কাজ নয়! সূর্যকুমারের সমালোচনায় প্রাক্তন তারকা
Rivaba Jadeja: ভারতীয় ক্রিকেটারদের বদভ্যাস! আমার স্বামী সৎ, দাবি জাদেজার স্ত্রীর