আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ শতরান করতে পারেন বিরাট কোহলি, আশাবাদী সুনীল গাভাসকর

Published : Jan 16, 2023, 12:10 AM ISTUpdated : Jan 16, 2023, 12:33 AM IST
Virat Kohli

সংক্ষিপ্ত

বিরাট কোহলির পারফরম্যান্সে মুগ্ধ কিংবদন্তি সুনীল গাভাসকর। তাঁর আশা, আন্তর্জাতিক ক্রিকেটে আরও অনেক নজির গড়বেন বিরাট।

টেস্ট, ওডিআই ফর্ম্যাট মিলিয়ে ১০০ শতরান করার রেকর্ড আছে একমাত্র সচিন তেন্ডুলকরের। সেই রেকর্ড স্পর্শ করা থেকে ২৬ ধাপ দূরে বিরাট কোহলি। তবে তিনি বিরাটের নজির স্পর্শ করতে পারবেন বলে আশাবাদী সুনীল গাভাসকর। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে বিরাটের অসাধারণ ইনিংস দেখে উচ্ছ্বসিত গাভাসকর। তিনি বলেছেন, 'বিরাট যদি আরও ৫-৬ বছর খেলতে পারে, তাহলে ও ১০০ শতরান করে ফেলবে। এ ব্যাপারে আমার কোনও সন্দেহ নেই। ও গড়ে প্রতি বছর ৬টি করে শতরান করে। সেটা করে যেতে পারলে ও আগামী ৫-৬ বছরে আরও ২৬টি শতরান করতে পারবে। বিরাটকে ৪০ বছর বয়স পর্যন্ত খেলে যেতে হবে। সচিন তেন্ডুলকর ৪০ বছর বয়স পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। ও ফিটনেস ধরে রাখতে পেরেছিল। বিরাট নিজের ফিটনেসের বিষয়ে অত্যন্ত সচেতন। ভারতীয়দের মধ্যে ওর রানিং বিটউইন দ্য উইকেটসই দ্রুততম। মহেন্দ্র সিং ধোনিও দ্রুততম রানার ছিল। এই বয়সেও তরুণদের টেক্কা দিতে পারে বিরাট। ও ১ রানকে ২ রানে পরিণত করে, ২ রানকে ৩ রানে পরিণত করতে পারে। শুধু নিজের রানের জন্য়ই নয়, সতীর্থর রানের জন্যও একইভাবে দৌড়য় বিরাট। তাই এই ফিটনেস নিয়ে ও যদি ৪০ বছর বয়স পর্যন্ত খেলে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। বিরাট ৪০ বছর বয়স পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেললে আমি অবাক হব না।'

গাভাসকর আরও বলেছেন, 'আমার মনে হয় বিরাটের ক্রিকেটের সব ফর্ম্যাট এবং আইপিএল-এ খেলতে সমস্যা হবে না। খেলার প্রতি ভালোবাসা থাকলেই খেলে যাওয়া যায়। খেলার প্রতি ভালোবাসা থাকলেই একজন ক্রিকেটারের যতদিন পর্যন্ত খেলে যাওয়া উচিত তার চেয়ে ১-২ বছর বেশি খেলতে পারে। খেলার প্রতি ভালোবাসা থাকলে দীর্ঘদিন ধরে খেলে যাওয়া যায়। আমার মনে হয় না বিরাটের দীর্ঘদিন ধরে খেলা নিয়ে চিন্তার কিছু নেই।'

ওডিআই ফর্ম্যাটে এখন বিরাটের শতরানের সংখ্যা ৪৬। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট শতরান ৭৪টি। গত ৪টি ওডিআই ম্যাচে ৩টি শতরান করেছেন বিরাট। তিনি এই ফর্ম বজায় রাখতে পারলে আরও অনেক নজির গড়বেন বলেই আশা গাভাসকরের। 

বুধবার শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ডের ওডিআই সিরিজ। ৩ ম্যাচের সিরিজ খেলবে ২ দল। এই সিরিজেও বিরাট ভালো পারফরম্যান্স দেখাবেন বলেই আশাবাদী গাভাসকর।

আরও পড়ুন-

দলকে যত বেশি সম্ভব ম্যাচ জেতানোই লক্ষ্য, বললেন সিরিজের সেরা বিরাট কোহলি

ওডিআই ফর্ম্যাটে সবচেয়ে বেশি রানে জয়, শ্রীলঙ্কার বিরুদ্ধে নতুন রেকর্ড ভারতের

তৃতীয় ম্যাচে ৩১৭ রানে জয় ভারতের, ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত