অভিষেকেই নজর কাড়লেন শিবম মাভি, উত্তেজক ম্যাচে শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়ে দিল ভারত

Published : Jan 03, 2023, 10:47 PM ISTUpdated : Jan 03, 2023, 10:54 PM IST
Shivam Mavi

সংক্ষিপ্ত

জয় দিয়েই ইংরাজি নতুন বছর শুরু করল ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেতে কোনও অসুবিধাই হল না ভারতের।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত লড়াই করে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। গত বছর এশিয়া কাপে হারের বদলা নিলেন হার্দিক পান্ডিয়ারা। মঙ্গলবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অসাধারণ পারফরম্যান্স দেখালেন শিবম মাভি, ঈশান কিষান, হর্ষল প্যাটেলরা। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৬২ রান করে ভারতীয় দল। ২৩ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন দীপক হুডা। তিনি একটি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি মারেন। ২০ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। তাঁর ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। ওপেন করতে নেমে ২৯ বলে ৩৭ রান করেন ঈশান। তাঁর ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি ও দু'টি ওভার-বাউন্ডারি। এই সিরিজে ভারতীয় দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া করেন ২৯ রান। তিনি চারটি বাউন্ডারি মারেন। শ্রীলঙ্কার হয়ে একটি করে উইকেট নেন দিলশান মধুশনাকা, মাহিশ থিকসানা, চামিকা করুণারত্নে, ধনঞ্জয় ডি সিলভা, ওয়ানিন্দু হাসারঙ্গা।

রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। নিজের প্রথম ওভারেই পথুম নিশাঙ্ককে (১) বোল্ড করে দেন শিবম। এরপর নিজের দ্বিতীয় ওভারে ফের আঘাত হানেন শিবম। চার নম্বরে নামা চরিত আসালাঙ্কা (১২) উইকেটে থিতু হওয়ার আগেই আউট হয়ে যান। উমরান মালিকের বলে ওভার-বাউন্ডারি মারার চেষ্টা করেন তিনি। বলটি অনেক উঁচুতে উঠে যায়। ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ ক্যাচ নেন ঈশান।এরপর শ্রীলঙ্কার ইনিংসে জোড়া আঘাত হানেন হর্ষল। তিনি পরপর ২ ওভারে ২ উইকেট নেন। প্রথমে কুশল মেন্ডিস (২৮) এবং তারপর ভানুকা রাজাপক্ষকে (১০) ফিরিয়ে দেন হর্ষল। এরপর ১০ বলে ২১ রান করা ওয়ানিন্দু হাসারঙ্গাকে আউট করে দেন শিবম। 

শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা লড়াই করছিলেন। তিনি ২৭ বলে ৪৫ রান করে উমরানের বলে যুজবেন্দ্র চাহালের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। তিনি ফিরে যেতেই ভারতের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। তবে শেষদিকে করুণারত্নের লড়াইয়ে কিছুটা চাপে পড়ে যায় ভারতীয় দল শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ১৩ রান। অক্ষরের হাতে বল তুলে দেন হার্দিক। প্রথম বল ওয়াইড হয়। এরপর হয় ১ রান। দ্বিতীয় বলে কোনও রান হয়নি। তৃতীয় বলে ওভার-বাউন্ডারি মারেন চামিকা করুণারত্নে। চতুর্থ বলে কোনও রান হয়নি। পঞ্চম বলে রান আউট হয়ে যান কাসুন রঞ্জিতা। শেষ বলে রান আউট হয়ে যান মধুশনাকা। ফলে ১৬০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। করুণারত্নে ১৬ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। ভারতের হয়ে শিবম ২২ রান দিয়ে ৪ উইকেট নেন। ২৭ রান দিয়ে ২ উইকেট নেন উমরান। ৪১ রান দিয়ে ২ উইকেট নেন হর্ষল।

আরও পড়ুন-

মহিলাদের আইপিএল-এ দলের মালিকানার জন্য় দরপত্র প্রকাশ করার কথা ঘোষণা বিসিসিআই-এর

ঋষভ পন্থ নিশ্চয়ই দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবে, প্রার্থনা সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের

বিসিসিআই-এর সিদ্ধান্ত, আইপিএল-এ বিশ্রাম নিতে হতে পারে কয়েকজন তারকাকে

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান, খেলায় ফিরতে পারবে অস্ট্রেলিয়া?
সৈয়দ মুস্তাক আলি ট্রফি: শামির ৪ উইকেট, সার্ভিসেসের বিরুদ্ধে সহজ জয় বাংলার