মহিলাদের আইপিএল-এ দলের মালিকানার জন্য় দরপত্র প্রকাশ করার কথা ঘোষণা বিসিসিআই-এর

মহিলাদের আইপিএল নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই। এই প্রতিযোগিতা যাতে সফলভাবে আয়োজন করা যায় তার জন্য সবরকমভাবে চেষ্টা করছে বিসিসিআই।

মহিলাদের আইপিএল-এ একটি দলের মালিকানা নেওয়া এবং সেই দল পরিচালনা করার জন্য দরপত্র প্রকাশ করল বিসিসিআই। মঙ্গলবার এই দরপত্র প্রকাশ করার কথা ঘোষণা করেছে বিসিসিআই। আইপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, ২১ জানুয়ারি পর্যন্ত পাওয়া যাবে 'ইনভাইটেশন টু টেন্ডার'। অ-ফেরতযোগ্য ৫ লক্ষ টাকা এবং এর সঙ্গে জিএসটি দিয়ে কেনা যাবে এই দরপত্র। কীভাবে এই দরপত্র জমা দিতে হবে এবং দলের মালিকানা বাছাইয়ের পদ্ধতি কী, সে বিষয়ে বিস্তারিত জানিয়েছে বিসিসিআই। যাঁরা মহিলাদের আইপিএল-এ দল কিনতে চান, তাঁদের যাবতীয় তথ্য দিয়ে বিসিসিআই-কে ই-মেল করতে হবে এবং টাকা জমা দিতে হবে। টাকা জমা দিলে তবেই দরপত্র বিবেচনা করা হবে বলে জানিয়েছে বিসিসিআই। যে কোনও ব্যক্তি বা সংস্থা টাকা দিয়ে দরপত্র কিনতে পারবেন। কিন্তু বিসিসিআই-এর পক্ষ থেকে যে সমস্ত শর্তগুলি পূরণ করতে পারলে এবং যোগ্যতার প্রমাণ দিতে পারলে তবেই মহিলাদের আইপিএল-এ দলের মালিকানা পাওয়ার জন্য দরপত্র জমা দেওয়া যাবে। সব শর্ত পূরণ করতে না পারলে দরপত্র জমা নেবে না বিসিসিআই। যে কোনও সময় জমা নেওয়া দরপত্র বাতিল করে দিতে পারবে বিসিসিআই।

কোনও ভারতীয় নাগরিক বা সংস্থা মহিলাদের আইপিএল-এ দলের মালিকানারা জন্য দরপত্র কিনতে চাইলে ৫ লক্ষ টাকা এবং জিএসটি হিসেবে ৯০ হাজার টাকা জমা দিতে হবে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের মুম্বইয়ের ফোর্ট ব্র্যাঞ্চে বিসিসিআই-এর অ্যাকাউন্টে। তারপরেই পাওয়া যাবে দরপত্র। যদি কোনও বিদেশি ব্যক্তি বা সংস্থা দরপত্র নিতে চান, তাহলে ৫ লক্ষ টাকার সমান অঙ্কের মার্কিন ডলার জমা দিতে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের মুম্বইয়ের ওভারসিজ ব্র্যাঞ্চে বিসিসিআই-এর অ্যাকাউন্টে। এছাড়া ব্যাঙ্ক অফ নিউ ইয়র্কেও দরপত্র কেনার জন্য নির্দিষ্ট অর্থ জমা দেওয়া যাবে। অর্থ জমা দেওয়ার পর তার প্রমাণপত্র বিসিসিআই-কে ই-মেল করতে হবে। তারপরেই পাওয়া যাবে 'ইনভাইটেশন টু টেন্ডার'।

Latest Videos

মহিলাদের আইপিএল-এ মিডিয়া রাইটসের জন্যও দরপত্র প্রকাশ করেছে বিসিসিআই। গত ৩১ ডিসেম্বর ছিল দরপত্র কেনার শেষ দিন। বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ডিজনি স্টার, সোনি নেটওয়ার্ক, ভায়াকম ১৮-সহ ১০টি সংস্থা মিডিয়া রাইটসের জন্য দরপত্র কিনেছে। ১২ জানুয়ারির মধ্যে দরপত্র জমা দিতে হবে বিসিসিআই-এর কাছে। মহিলাদের প্রথম মরসুমের আইপিএল ৩ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত চলতে পারে।

আরও পড়ুন-

ঋষভ পন্থ নিশ্চয়ই দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবে, প্রার্থনা সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের

বিসিসিআই-এর সিদ্ধান্ত, আইপিএল-এ বিশ্রাম নিতে হতে পারে কয়েকজন তারকাকে

সংক্রমণের আশঙ্কা, আইসিইউ থেকে প্রাইভেট স্যুইটে সরানো হল ঋষভ পন্থকে

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Delhi-তে মেগা জনসভা Amit Shah-র, কী বার্তা দেখুন সরাসরি
ফের কবিতার মাধ্যমে মমতাকে বেলাগাম আক্রমণ রুদ্রনীলের, দেখুন ভিডিও | Rudranil Ghosh Poem
‘Bangladesh India-কে বেশি চুলকোতে আসবেন না!’ Yunus সরকারকে চরম হুঁশিয়ারি Suvendu Adhikari-র
Republic Day-তে চরম বিতর্ক! জাতীয় পতাকা উত্তোলনে বাঁধা RPF-এর, চাঞ্চল্য Nabadwip-এ
মারধর করে হিন্দুদের জমি দখলের চেষ্টা বিষ্ণুপুরে, গর্জে উঠলেন অগ্নিমিত্রা পাল | Hindu Attack