ঋষভ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এখন পরিস্থিতি সবারই জানা, মন্তব্য হার্দিকের

ভারতীয় দলের হয়ে ২০২২-এ ভাল পারফরম্যান্স দেখান উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। কিন্তু দুর্ঘটনায় চোট পেয়ে তিনি এখন হাসপাতালে ভর্তি। সুস্থ হয়ে কবে মাঠে ফিরবেন এই ক্রিকেটার, সেটা কেউই বলতে পারছেন না।

ঋষভ পন্থের ভয়াবহ দুর্ঘটনার পর মঙ্গলবারই প্রথম ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে ঋষভ ছিলেন না। ফলে এই সিরিজের দলে বদবদল করতে হচ্ছে না। কিন্তু এই উইকেটকিপার-ব্যাটারের দুর্ঘটনা দলের সবাইকেই ধাক্কা দিয়েছে। দলের সবাই ঋষভের দ্রুত সুস্থতা কামনা করছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হওয়া হার্দিক পান্ডিয়া বলেছেন, 'ঋষভ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এখন যা পরিস্থিতি সেটা সবাই জানে। যা হয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা দলের পক্ষ থেকে ওকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ভালবাসা ও প্রার্থনা সবসময় ওর সঙ্গে আছে। আমাদের আশা, ও দ্রুত সুস্থ হয়ে উঠবে।' ঋষভ কবে ফুট হয়ে উঠে আবার দলে যোগ দিতে পারবেন সেটা কেউই বলতে পারছেন না। ফলে এখন অন্য় উইকেটকিপাররা ভারতীয় দলে সুযোগ পেতে পারেন। এ প্রসঙ্গে হার্দিক বলেছেন, 'অনেকেই সুযোগ পেতে পারে। ঋষভ যদি দলে থাকত তাহলে ও পার্থক্য গড়ে দিতে পারত। ও যে ধরনের খেলোয়াড় তাতে বড় পার্থক্য গড়ে দিতে পারে। কিন্তু এখন ও দলে নেই। তাই ভবিষ্যতে কী করা যায় সেটা আমাদের দেখতে হবে।'

ঋষভের পাশাপাশি চোটের জন্য এই সিরিজে ভারতীয় দলে নেই রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা। বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি ও কে এল রাহুলকে। গত কয়েক মাসে বিভিন্ন ফর্ম্যাটে রোহিত ও হার্দিক ছাড়াও ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন শিখর ধাওয়ান, রাহুল, বুমরা। এ প্রসঙ্গে হার্দিক বলেছেন, ‘আমাদের পরিকল্পনা তৈরি। আমরা নির্দিষ্ট একটি ধারা মেনে খেলার চেষ্টা করছি। আমরা এই সিরিজেও সেভাবেই খেলব। আইপিএল-এর আগে আমরা ৬টি ম্যাচ খেলব। তাই আমাদের পক্ষে অল্প সময়ের মধ্যে খুব বেশি কিছু করা সম্ভব নয়। তবে আমরা নতুন পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা করব। সবাই যাতে খেলার সুযোগ পায়, আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব। উপযুক্ত সময়ে যা করা দরকার আমরা সেটা করব। কার কী দায়িত্ব সেটা যেমন অতীতে চিহ্নিত করা হত এখনও সেটাই করা হচ্ছে। দলে প্রত্যেকের দায়িত্ব কী সে বিষয়ে পরিষ্কার ধারণা থাকা ভাল। কে কী আশা করছে সেটাও জেনে রাখা উচিত। তাহলে সবারই সুবিধা হয়।’

Latest Videos

আরও পড়ুন-

মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ, জয় দিয়েই বছর শুরুর লক্ষ্যে টিম ইন্ডিয়া

উনি না থাকলে এরকম ক্রিকেটার হতে পারতাম না, আচরেকরের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা সচিনের

ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস নিয়ে নতুন সিদ্ধান্ত বিসিসিআই-এর, কী এই ডেক্সা টেস্ট?

Share this article
click me!

Latest Videos

আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today