মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ, জয় দিয়েই বছর শুরুর লক্ষ্যে টিম ইন্ডিয়া

Published : Jan 02, 2023, 06:08 PM ISTUpdated : Jan 02, 2023, 06:17 PM IST
India vs Sri Lanka, Rohit Sharma, Ishan Kishan, IND vs SL 1st T20I

সংক্ষিপ্ত

বাংলাদেশ সফরের পর এবার দেশের মাটিতে পরপর ম্যাচ খেলতে চলেছে ভারতীয় দল। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত।

মঙ্গলবার নতুন বছরের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার সন্ধে ৭টায় মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। নতুন বছরে ভারতের মতো শ্রীলঙ্কারও এটাই প্রথম ম্যাচ। বাংলাদেশ সফর থেকে ফিরে এবার দেশের মাটিতে খেলতে নামছে ভারতীয় দল। অন্যদিকে, শ্রীলঙ্কার ক্রিকেটাররা গত মাসে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত ছিলেন। ভারত সফরেই দাসুন শনাকা, কুশল মেন্ডিসরা ফের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামছেন। বছরের প্রথম ম্যাচ ২ দলের কাছেই গুরুত্বপূর্ণ। গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হেরে যায় ভারতীয় দল। সুপার ফোরের ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়ে দেয় শ্রীলঙ্কা। শেষপর্যন্ত এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কাই। ফলে মঙ্গলবারের ম্যাচ ভারতীয় দলের কাছে বদলা নেওয়ার লড়াই। টি-২০ সিরিজে ভারতীয় দলে নেই বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুলরা। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে এই সিরিজ খেলবে ভারতীয় দল। 

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দল- হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঈশান কিষান, রুতরাজ গায়কোয়াড়, শুবমান গিল, সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহল, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, হর্ষল প্যাটেল, উমরান মালিক, শিবম মাভি ও মুকেশ কুমার।

ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটারদের সহায়তা করে। এবারও ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে স্পিনাররাও পিচ থেকে সাহায্য পেতে পারেন। পুরো ৪০ ওভার একইরকম আচরণ করতে পারে পিচ। ফলে প্রথম ব্যাটিং বা বোলিং করা একই ব্যাপার হবে। তবে যে দল প্রথমে ফিল্ডিং করবে, তারা কিছুটা সুবিধা পেতে পারে। সেই কারণে যে দল টসে জিতবে, তারা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে পারে।

মঙ্গলবার মুম্বইয়ে বৃষ্টির পূর্বাভাস নেই। তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। ফলে ক্রিকেটারদের সুবিধাই হবে। উত্তর ভারতে শৈত্যপ্রবাহ চললেও, মুম্বইয়ে সাধারণত খুব একটা ঠান্ডা পড়ে না। এবারও আবহাওয়া বরাবরের মতোই আছে। 

টি-২০ বিশ্বকাপে ভাল পারফরম্যান্স দেখালেও, সেমি ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে যায় ভারতীয় দল। এরপরেই ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে সিনিয়র ক্রিকেটারদের বদলে জুনিয়রদের সুযোগ দেওয়ার ইঙ্গিত দেন বিসিসিআই কর্তারা। সেই সিদ্ধান্ত অনুযায়ী শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে রোহিত-বিরাট-কে এল রাহুলদের ভারতীয় দলে রাখা হয়নি। মূলত জুনিয়র ক্রিকেটারদের নিয়েই দল গঠন করা হয়েছে।

আরও পড়ুন-

উনি না থাকলে এরকম ক্রিকেটার হতে পারতাম না, আচরেকরের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা সচিনের

সংক্রমণের আশঙ্কা, আইসিইউ থেকে প্রাইভেট স্যুইটে সরানো হল ঋষভ পন্থকে

ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস নিয়ে নতুন সিদ্ধান্ত বিসিসিআই-এর, কী এই ডেক্সা টেস্ট?

PREV
click me!

Recommended Stories

T20 World Cup Tickets Booking: টি-২০ ক্রিকেট বিশ্বকাপের টিকিট মাত্র ১০০ টাকায়! কীভাবে বুক করবেন?
IND U19 vs UAE U19: বিধ্বংসী ব্যাটিং তরুণ বৈভবের! সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে দাপুটে সেঞ্চুরি