শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ৭ নো-বল, লজ্জার রেকর্ড ভারতের

Published : Jan 06, 2023, 12:06 AM ISTUpdated : Jan 06, 2023, 12:37 AM IST
arshdeep singh

সংক্ষিপ্ত

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে হেরে গেল ভারতীয় দল। এই ম্যাচে মূলত বোলারদের অতিরিক্ত রান দেওয়ার জন্যই হারতে হল ভারতকে।

বৃহস্পতিবার পুণেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ম্যাচে লজ্জাজনক রেকর্ড গড়ল ভারতীয় দল। ভারতের বোলাররা সবমিলিয়ে ৭টি নো-বল করলেন। আর্শদীপ সিং একাই ৫টি নো-বল করেন। শিবম মাভি ও উমরান মালিকও নো-বল করেন। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তাঁর এই সিদ্ধান্ত খুব একটা কার্যকর হয়নি। শুরু থেকেই দ্রুতগতিতে রান তুলতে থাকেন শ্রীলঙ্কার ওপেনাররা। ভারতের বোলাররা শুরু থেকেই চাপে পড়ে যান। বিশেষ করে আর্শদীপ একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। তিনি ২ ওভার ৩৭ রান দেন। উমরান মালিক ৪ ওভার বল করে ৪৮ রান দেন। আর্শদীপ উইকেট না পেলেও, উমরান ৩ উইকেট নেন। রান দিলেও বেশ ভালো বোলিং করেন উমরান। নো-বলের পাশাপাশি একাধিক ওয়াইড বলও করেন ভারতীয়রা। শিবম জোড়া ওয়াইড বল করেন। হার্দিক ও উমরানও ওয়াইড বল করেন।

সিরিজের প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ জিতে যেত ভারতীয় দল। কিন্তু সেটা আর হল না। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২০৬ রান করে শ্রীলঙ্কা। ২২ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। তাঁর ইনিংসে ছিল ২ বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি। ৩১ বলে ৫২ রান করেন ওপেনার কুশল মেন্ডিস। অপর ওপেনার পথুম নিশাঙ্ক করেন ৩৩ রান। চরিত আসালাঙ্কা করেন ৩৭ রান। 

ভারতের হয়ে উমরানের ৩ উইকেটের পাশাপাশি ২ উইকেট নেন অক্ষর প্যাটেল। যুজবেন্দ্র চাহাল নেন ১ উইকেট। 

রান তাড়া করতে নেমে ভারতীয় দল ৫৭ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বসে। দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট হয়ে যান ওপেনার ঈশান কিষান। অপর ওপেনার শুবমান গিল করেন ৫ রান। ৩ নম্বরে নামা রাহুল ত্রিপাঠি করেন ৫ রান। ৪ নম্বরে ব্যাটিং করতে নামা সূর্যকুমার যাদব করেন ৫১ রান। হার্দিক করেন ১২ রান। দীপক হুডা করেন ৯ রান। অক্ষর ৩১ বলে ৬৫ রান করেন। তিনি ৩টি বাউন্ডারি এবং ৬টি ওভার-বাউন্ডারি মারেন। শিবম ১৫ বলে ২৬ রান করেন। ২০ ওভারে ৮ উইকেটে ১৯০ রান করে ভারতীয় দল। শ্রীলঙ্কা ১৬ রানে জিতে সিরিজে সমতা ফেরাল। শনিবার এই সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। সেই ম্যাচ যারা জিতবে, তারাই সিরিজ জিতবে।

বিস্তারিত দেখুন-

বিফলে অক্ষর প্যাটেল, সূর্যকুমার যাদবের লড়াই, ১৬ রানে জিতে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা

আগামী সপ্তাহে শুরু হচ্ছে এসএ২০, সাফল্য পাবে এই লিগ, আশাবাদী ডেভিড মিলার

অনিল কাপুরের 'নায়ক' দেখেছেন? বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজকদের তোপ শাকিবের

PREV
click me!

Recommended Stories

দেখা হল হরমনপ্রীত কউরের সঙ্গে, বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মন্ধানা
আইপিএল ২০২৬ নিলাম: ভেঙ্কটেশ আইয়ারকে দলে ফেরাবে কলকাতা নাইট রাইডার্স?