পুণেতে 'গতিমান এক্সপ্রেস', শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে অসাধারণ বোলিং উমরানের

Published : Jan 05, 2023, 08:52 PM ISTUpdated : Jan 05, 2023, 09:53 PM IST
umran malik

সংক্ষিপ্ত

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে অসাধারণ বোলিং করছেন উমরান মালিক। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও দারুণ পারফরম্যান্স দেখালেন এই পেসার।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ২৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। বৃহস্পতিবার পুণেতে দ্বিতীয় ম্যাচে ৪৮ রান দিয়ে ৩ উইকেট নিলেন উমরান মালিক। তিনি ফিরিয়ে দিলেন ভানুকা রাজাপক্ষ, চরিত আসালাঙ্কা, ওয়ানিন্দু হাসারঙ্গাকে। এর মধ্যে আসালাঙ্কা ও হাসারঙ্গাকে পরপর ২ বলে আউট করে দেন উমরান। তাঁর সামনে হ্যাটট্রিক করার সুযোগ ছিল। শেষপর্যন্ত অবশ্য হ্যাটট্রিক করতে পারেননি তিনি। তবে এই পেসার যে পারফরম্যান্স দেখাচ্ছেন, তাতে তিনি ভবিষ্যতে ভারতীয় দলের বড় ভরসা হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছেন। গতি তাঁর সবচেয়ে বড় অস্ত্র। এর সঙ্গে লাইন ও লেংথ বজায় রেখে ভাল বোলিং করছেন এই পেসার। এদিন তিনি রান দিয়েছেন বটে, কিন্তু তাঁর বলে ক্যাচও পড়েছে। ফিল্ডারদের কাছ থেকে আরও একটু সহায়তা পেলে উমরানের উইকেট সংখ্যা বাড়ত। এই পেসার যেভাবে বোলিং করছেন, তাতে তিনি জাতীয় দলে জায়গা পাকা করে নিতে পারেন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচের শুরু থেকেই চাপে ছিলেন ভারতের বোলাররা। দ্রুতগতিতে রান তুলছিলেন শ্রীলঙ্কার ওপেনার কুশল মেন্ডিস। তিনি অর্ধশতরান করেন। শ্রীলঙ্কার ইনিংসে প্রথম আঘাত হানেন লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল। এরপর রাজাপক্ষকে আউট করে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন উমরান। এরপর তিনি পরপর ২ বলে আউট করে দেন আসালাঙ্কা ও হাসারঙ্গাকে। ৪ ওভার বল করে ৪৮ রান দিয়ে ৩ উইকেট নেন উমরান। 

এদিন ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে খারাপ পারফরম্যান্স বাঁ হাতি পেসার আর্শদীপ সিংয়ের। তিনি ২ ওভার বল করে দেন ৩৭ রান। এর মধ্যে ৫ বার নো বল করেন তিনি। ফলে ৫ বার ফ্রি-হিট পায় শ্রীলঙ্কা। এটা শ্রীলঙ্কার রান বাড়াতে সাহায্য করে। 

ভালো বোলিং করেন এই সিরিজে ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি ২ ওভার বল করে দেন ১৩ রান। তবে প্রথম ম্যাচে ৪ উইকেট নেওয়া শিবম মাভি এদিন একেবারেই ভালো বোলিং করতে পারেননি। তিনি ৪ ওভার বল করে দেন ৫৩ রান। বাঁ হাতি স্পিনার অক্ষর প্যাটেল ভালো পারফরম্যান্স দেখান। তিনি ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন। চাহাল ৪ ওভার বল করে ৩০ রান দিয়ে ১ উইকেট নেন। উমরান ও আর্শদীপ বেশি রান দেওয়াতেই শ্রীলঙ্কার স্কোর ২০০ পেরিয়ে যায়।

আরও পড়ুন-

আগামী সপ্তাহে শুরু হচ্ছে এসএ২০, সাফল্য পাবে এই লিগ, আশাবাদী ডেভিড মিলার

অনিল কাপুরের 'নায়ক' দেখেছেন? বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজকদের তোপ শাকিবের

ক্রিকেটে ফিরলেন মন্দিরা বেদী, দেখা যাবে রাজস্থান রয়্যালসের রিয়েলিটি শোয়ে

PREV
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপের আগে ভালো খবর, আইসিসি-র সঙ্গে জিওস্টারের চুক্তি বহাল
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: টি-২০ বিশ্বকাপের আগে হ্যাটট্রিক, নজর কাড়লেন নীতীশ রেড্ডি