সংক্ষিপ্ত

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ ১৬ রানে হেরে গেল ভারতীয় দল। ফলে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা। শনিবার শেষ ম্যাচে হবে সিরিজের ফয়সলা।

অক্ষর প্যাটেল ও সূর্যকুমার যাদবের অসামান্য লড়াইয়ের পরেও শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ১৬ রানে হেরে গেল ভারতীয় দল। ২০৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে যখন ভারতীয় দল বড় ব্যবধানে হারের আশঙ্কায়, তখন সূর্যকুমারের সঙ্গে ক্রিজে যোগ দেন অক্ষর। তাঁরা দলের স্কোর ১৪৮ পর্যন্ত নিয়ে যাওয়ার পর আউট হয়ে যান সূর্যকুমার। তারপরেও শিবম মাভিকে নিয়ে লড়াই চালাচ্ছিলেন অক্ষর। শেষ ওভারে জয়ের জন্য় ভারতের দরকার ছিল ২১ রান। এই ওভারের তৃতীয় বলে অক্ষর আউট হয়ে যেতেই ভারতের জয়ের আশা শেষ হয়ে যায়। অক্ষর ৩১ বলে ৬৫ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি। সূর্যকুমার করেন ৩৬ বলে ৫১ রান। তিনি ৩টি করে বাউন্ডারি এবং ওভার-বাউন্ডারি মারেন। ভারতীয় দল ৮ উইকেটে ১৯০ রান করেই থেমে যায়।

এদিন ভারতের দুই বোলার উমরান মালিক ও আর্শদীপ সিং অতিরিক্ত রান দেওয়ার ফলেই ব্যাটারদের কাজটা কঠিন হয়ে যায়। উমরান ভাল বোলিং করেন, ৩ উইকেটও নেন। কিন্তু তিনি ৪ ওভার বোলিং করে ৪৮ রান দেন। আর্শদীপ ২ ওভার বোলিং করে দেন ৩৭ রান। ৫টি নো বলও করেন আর্শদীপ। টি-২০ বিশ্বকাপে বেশ ভালো বোলিং করেছিলেন আর্শদীপ। কিন্তু এদিন তিনি একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। 

ভারতের হয়ে উমরানের ৩ উইকেটের পাশাপাশি ২৪ রান দিয়ে ২ উইকেট নেন অক্ষর। ৩০ রান দিয়ে ১ উইকেট নেন যুজবেন্দ্র চাহাল।

শ্রীলঙ্কার হয়ে অসাধারণ ব্যাটিং করেন অধিনায়ক দাসুন শনাকা ও কুশল মেন্ডিস। ২২ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন শনাকা। ৫২ রান করে অপরাজিত থাকেন মেন্ডিস। ৩৭ রান করেন চরিত আসালাঙ্কা। ৩৩ রান করেন পথুম নিশাঙ্ক। ৬ উইকেটে ২০৬ রান করে শ্রীলঙ্কা। 

রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই ঈশান কিষানের (২) উইকেট হারায় ভারত। অপর ওপেনার শুবমান গিল করেন ৫ রান। এদিনই ভারতের হয়ে প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামা রাহুল ত্রিপাঠি করেন ৫ রান। অধিনায়ক হার্দিক পান্ডিয়া করেন ১২ রান। দীপক হুডা করেন ৯ রান। শিবম ১৫ বলে ২৬ রান করেন। উমরান ১ রান করে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার হয়ে ২ উইকেট করে নেন দিলশান মদুশনাকা, কাসুন রঞ্জিতা ও শনাকা। ১ উইকেট করে নেন চামিকা করুণারত্নে ও ওয়ানিন্দু হাসারঙ্গা।

আরও পড়ুন-

আগামী সপ্তাহে শুরু হচ্ছে এসএ২০, সাফল্য পাবে এই লিগ, আশাবাদী ডেভিড মিলার

অনিল কাপুরের 'নায়ক' দেখেছেন? বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজকদের তোপ শাকিবের

ক্রিকেটে ফিরলেন মন্দিরা বেদী, দেখা যাবে রাজস্থান রয়্যালসের রিয়েলিটি শোয়ে