নো-বল করা অপরাধ, শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পর বললেন হার্দিক পান্ডিয়া

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের বোলাররা যথেচ্ছ নো-বল করেছেন। ম্যাচের পর যা নিয়ে উষ্মা প্রকাশ করলেন ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের বোলাররা সাতটি নো-বল করেছেন। তরুণ বাঁ হাতি পেসার আর্শদীপ সিং একাই পাঁচটি নো-বল করেন। শিবম মাভি ও উমরান মালিক একটি করে নো-বল করেন। আর্শদীপ দু'ওভার বল করে ৩৭ রান দেন। শিবম একটি নো-বল ও দু'টি ওয়াইড করেন। উমরান একটি করে নো-বল, ওয়াইড বল করেন। শ্রীলঙ্কা ৬ উইকেটে ২০৬ করে। ভারতীয় দল ৮ উইকেটে ১৯০ রান করে। ১৬ রানে ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা। হারের পর ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেছেন, 'আর্শদীপ সিং এর আগেও নো-বল করেছে। আমি কাউকে দোষ দিচ্ছি না কিন্তু নো-বল করা অপরাধ।' টি-২০ ম্যাচে নো-বল করলে বিপক্ষ দল ফ্রি-হিট পায়। এরই সুযোগ নিয়ে ২০০-র বেশি রান করে শ্রীলঙ্কা। ভারতীয় দল সেই রান তুলতে পারেনি। সেই কারণেই নো-বল করা নিয়ে বোলারদের সমালোচনা করলেন হার্দিক।

গত বছর হংকংয়ের বিরুদ্ধে এক ওভারে দু'টি নো-বল করেন আর্শদীপ। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে এক ওভারে তিনটি নো-বল করেন এই বাঁ হাতি পেসার। কুশল মেন্ডিসের বিরুদ্ধে বোলিং করার সময় পরপর তিনটি নো-বল করেন আর্শদীপ। তিনিই ভারতের হয়ে টি-২০ ম্যাচে এক ওভারে সবচেয়ে বেশি নো-বল করেছেন। 

Latest Videos

ভারতের বোলাররা যেমন ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি, তেমনই টপ অর্ডারের ব্যাটাররাও একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ওপেনার ঈশান কিষান করেন মাত্র ২ রান। অপর ওপেনার শুবমান গিল করেন ৫ রান। এদিনই প্রথম ভারতের হয়ে টি-২০ ম্যাচ খেলার সুযোগ পান রাহুল ত্রিপাঠি। তিনি বাউন্ডারি লাইনে অসাধারণ একটি ক্যাচ নিলেও, ব্যাট হাতে সফল হতে পারলেন না। মাত্র ৫ রান করেই আউট হয়ে যান রাহুল। হার্দিক করেন ১২ রান। দীপক হুডা করেন ৯ রান। লড়াই করেন অক্ষর প্যাটেল ও সূর্যকুমার যাদব। অক্ষর ৩১ বলে ৬৫ রান করেন। তিনি ৩টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি মারেন। সূর্যকুমার ৩৬ বলে ৫১ রান করেন। তিনি ৩টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। শেষদিকে শিবমও ব্যাট হাতে ভালো পারফরম্যান্স দেখান। তিনি ১৫ বলে ২৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল ২টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। তবে শেষপর্যন্ত জয় পেল না ভারত। সিরিজ জিততে গেলে শেষ ম্যাচ জিততেই হবে ভারতকে।

আরও পড়ুন-

লিগামেন্টের চোটের জন্য ৬ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ঋষভ পন্থকে

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ৭ নো-বল, লজ্জার রেকর্ড ভারতের

আগামী সপ্তাহে শুরু হচ্ছে এসএ২০, সাফল্য পাবে এই লিগ, আশাবাদী ডেভিড মিলার

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari