নো-বল করা অপরাধ, শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পর বললেন হার্দিক পান্ডিয়া

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের বোলাররা যথেচ্ছ নো-বল করেছেন। ম্যাচের পর যা নিয়ে উষ্মা প্রকাশ করলেন ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের বোলাররা সাতটি নো-বল করেছেন। তরুণ বাঁ হাতি পেসার আর্শদীপ সিং একাই পাঁচটি নো-বল করেন। শিবম মাভি ও উমরান মালিক একটি করে নো-বল করেন। আর্শদীপ দু'ওভার বল করে ৩৭ রান দেন। শিবম একটি নো-বল ও দু'টি ওয়াইড করেন। উমরান একটি করে নো-বল, ওয়াইড বল করেন। শ্রীলঙ্কা ৬ উইকেটে ২০৬ করে। ভারতীয় দল ৮ উইকেটে ১৯০ রান করে। ১৬ রানে ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা। হারের পর ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেছেন, 'আর্শদীপ সিং এর আগেও নো-বল করেছে। আমি কাউকে দোষ দিচ্ছি না কিন্তু নো-বল করা অপরাধ।' টি-২০ ম্যাচে নো-বল করলে বিপক্ষ দল ফ্রি-হিট পায়। এরই সুযোগ নিয়ে ২০০-র বেশি রান করে শ্রীলঙ্কা। ভারতীয় দল সেই রান তুলতে পারেনি। সেই কারণেই নো-বল করা নিয়ে বোলারদের সমালোচনা করলেন হার্দিক।

গত বছর হংকংয়ের বিরুদ্ধে এক ওভারে দু'টি নো-বল করেন আর্শদীপ। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে এক ওভারে তিনটি নো-বল করেন এই বাঁ হাতি পেসার। কুশল মেন্ডিসের বিরুদ্ধে বোলিং করার সময় পরপর তিনটি নো-বল করেন আর্শদীপ। তিনিই ভারতের হয়ে টি-২০ ম্যাচে এক ওভারে সবচেয়ে বেশি নো-বল করেছেন। 

Latest Videos

ভারতের বোলাররা যেমন ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি, তেমনই টপ অর্ডারের ব্যাটাররাও একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ওপেনার ঈশান কিষান করেন মাত্র ২ রান। অপর ওপেনার শুবমান গিল করেন ৫ রান। এদিনই প্রথম ভারতের হয়ে টি-২০ ম্যাচ খেলার সুযোগ পান রাহুল ত্রিপাঠি। তিনি বাউন্ডারি লাইনে অসাধারণ একটি ক্যাচ নিলেও, ব্যাট হাতে সফল হতে পারলেন না। মাত্র ৫ রান করেই আউট হয়ে যান রাহুল। হার্দিক করেন ১২ রান। দীপক হুডা করেন ৯ রান। লড়াই করেন অক্ষর প্যাটেল ও সূর্যকুমার যাদব। অক্ষর ৩১ বলে ৬৫ রান করেন। তিনি ৩টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি মারেন। সূর্যকুমার ৩৬ বলে ৫১ রান করেন। তিনি ৩টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। শেষদিকে শিবমও ব্যাট হাতে ভালো পারফরম্যান্স দেখান। তিনি ১৫ বলে ২৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল ২টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। তবে শেষপর্যন্ত জয় পেল না ভারত। সিরিজ জিততে গেলে শেষ ম্যাচ জিততেই হবে ভারতকে।

আরও পড়ুন-

লিগামেন্টের চোটের জন্য ৬ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ঋষভ পন্থকে

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ৭ নো-বল, লজ্জার রেকর্ড ভারতের

আগামী সপ্তাহে শুরু হচ্ছে এসএ২০, সাফল্য পাবে এই লিগ, আশাবাদী ডেভিড মিলার

Share this article
click me!

Latest Videos

ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
অশোকনগরে ট্রেন অবরোধে তুলকালাম! কেন এই পরিস্থিতি হল? দেখুন | Ashoknagar News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News