গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি ঋষভ পন্থ। তাঁর মাঠে ফিরতে অনেকদিন লেগে যেতে পারে।
ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে হয়তো ৬ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। হাঁটুর লিগামেন্টে চোটের জন্যই তাঁর মাঠে ফিরতে দেরি হচ্ছে। দেরাদুনের ম্যাক্স হাসপাতাল থেকে তাঁকে এয়ারলিফট করে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁকে দেখছেন অস্থিবিদ্যা বিশারদ দীনেশ পারদিওয়ালা। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, গত বছর অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজার যেরকম চোট লেগেছিল, ঋষভেরও সেরকমই চোট লেগেছে। সেই কারণেই তাঁকে অন্তত ৬ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, 'সব খেলোয়াড়েরই শারীরিক গঠন আলাদা। তবে ঋষভ পন্থের বিভিন্ন শারীরিক পরীক্ষার রিপোর্ট দেখে চিকিৎসকরা জানিয়েছেন, রবীন্দ্র জাদেজার লিগামেন্টে যেরকম চোট লেগেছিল, ঋষভেরও সেই একই চোট লেগেছে। দেরাদুন থেকে আমরা যে রিপোর্ট পেয়েছি তাতে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করা দরকার। আমাদের মনে হচ্ছে, ঋষভের চোট সারিয়ে ফিট হয়ে উঠতে চার মাসেরও বেশি সময় লাগবে।'
গত বছর একইভাবে জাদেজার লিগামেন্ট ছিঁড়ে যায়। এর ফলে তাঁকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে। গত বছর যেমন এশিয়া কাপে খেলতে পারেননি এই অল-রাউন্ডার, তেমনই তাঁর পক্ষে টি-২০ বিশ্বকাপেও খেলা সম্ভব হয়নি।
পন্থের চোট ঠিক কতটা গুরুতর, সেটা এখনও বোঝা যায়নি। তবে একটা বিষয় স্পষ্ট, এই উইকেটকিপার-ব্যাটারের পক্ষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলা সম্ভব হবে না। আইপিএল-এও হয়তো খেলতে পারবেন না। এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপেও ঋষভ খেলতে পারবেন কি না, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। অস্ত্রোপচার করতে হলে রিহ্যাবের পর তাঁর কতদিন সময় লাগবে, তার উপর মাঠে ফেরা নির্ভর করছে।
দেরাদুন থেকে মুম্বইয়ের হাসপাতালে আসার পর স্থিতিশীল আছেন ঋষভ। তাঁর দু'টি লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি বিসিসিআই মেডিক্যাল টিমের সদস্যরাও ঋষভের চিকিৎসার বিষয়ে খোঁজ নিচ্ছেন। বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ঋষভের চিকিৎসার বিষয়ে সবরকমভাবে সাহায্য করা হচ্ছে। বোর্ডের সদস্যরা ঋষভের পাশে আছেন।
ঋষভকে যিনি দেখছেন সেই চিকিৎসক দীনেশ পারদিওয়ালা এর আগে সচিন তেন্ডুলকর, যুবরাজ সিং, জসপ্রীত বুমরা, জাদেজার মতো ক্রিকেটারদের চিকিৎসাও করেছেন। এই অস্থিবিদ্যা বিশারদ বেশ কয়েকজন ক্রীড়াবিদের চিকিৎসা করেছেন। তিনি সেন্টার ফর স্পোর্টস মেডিসিনের প্রধান এবং মুম্বইয়ের আন্ধেরির কোকিলাবেন হাসপাতালের অর্থোস্কপি অ্যান্ড শোল্ডার সার্ভিস বিভাগের ডিরেক্টর।
আরও পড়ুন-
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ৭ নো-বল, লজ্জার রেকর্ড ভারতের
বিফলে অক্ষর প্যাটেল, সূর্যকুমার যাদবের লড়াই, ১৬ রানে জিতে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা
আগামী সপ্তাহে শুরু হচ্ছে এসএ২০, সাফল্য পাবে এই লিগ, আশাবাদী ডেভিড মিলার