সূর্যকুমার, শুবমান, হার্দিকের দুরন্ত পারফরম্যান্স, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ ২-১ ফলে জিতে নিল ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচ হেরে গেলেও দুরন্ত প্রত্যাবর্তন ঘটাল টিম ইন্ডিয়া।

তৃতীয় টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ৯১ রানে হারিয়ে সিরিজ জিতে নিল ভারতীয় দল। ভারতের ৫ উইকেটে ২২৮ রানের জবাবে ১৩৭ রানে অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা। এদিন ভারতের জয়ের নায়ক সূর্যকুমার যাদব। ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ৫১ বলে ১১২ রান করে অপরাজিত থাকেন এই মুহূর্তে টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ৯টি ওভার-বাউন্ডারি। সূর্যকুমারের পাশাপাশি ভালো ব্যাটিং পারফরম্যান্স দেখান ওপেনার শুবমান গিল, ৩ নম্বরে ব্যাটিং করতে নামা রাহুল ত্রিপাঠি ও অক্ষর প্যাটেল। শুবমান এই সিরিজের প্রথম ২ ম্যাচে ভালো ব্যাটিং করতে না পারলেও, শেষ ম্যাচে দারুণ ব্যাটিং করলেন। তিনি এদিন ৩৬ বলে ৪৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল ২টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলতে নামা রাহুল ১৬ বলে ৩৫ রান করেন। তিনি ৫টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি মারেন। শেষদিকে ব্যাটিং করতে নেমে অক্ষর ৯ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে ছিল শ্রীলঙ্কা। ২২৯ রানের টার্গেট তাড়া করে টি-২০ ম্যাচ জেতা যে কোনও দলের পক্ষেই প্রায় অসম্ভব। বর্তমান শ্রীলঙ্কা দলে এই রান তোলার মতো ব্যাটার নেই। ভারতের বোলাররা খুব খারাপ পারফরম্যান্স না দেখালে জয় নিশ্চিত ছিল। শেষপর্যন্ত সহজ জয়ই পেল ভারত। শ্রীলঙ্কার কোনও ব্যাটারই বড় রান পাননি। অধিনায়ক দাসুন শনাকা করেন ২৩ রান। ওপেনার কুশল মেন্ডিসও করেন ২৩ রান। অপর ওপেনার পথুম নিশাঙ্ক করেন ১৫ রান। ৪ নম্বরে ব্যাটিং করতে নামা ধনঞ্জয় ডি সিলভা করেন ২২ রান। চরিত আসালাঙ্কা করেন ১৯ রান। কাসুন রঞ্জিতা ৯ রান করে অপরাজিত থাকেন। 

Latest Videos

ভারতের হয়ে সব বোলারই এদিন ভালো পারফরম্যান্স দেখান। ২০ রান দিয়ে ৩ উইকেট নেন আর্শদীপ সিং। ৩০ রান দিয়ে ২ উইকেট নেন হার্দিক। উমরান মালিক ৩১ রান দিয়ে ২ উইকেট নেন। যুজবেন্দ্র চাহাল ৩০ রান দিয়ে ২ উইকেট নেন।

এদিন ভারতীয় দল সহজ জয় পেলেও, অতিরিক্ত রান দেওয়া নিয়ে চিন্তা রয়েই গেল। এদিন নো-বল না করলেও, ৪টি ওয়াইড বল করেন আর্শদীপ। ১টি নো-বল ও ৩টি ওয়াইড বল করেন উমরান। জোড়া ওয়াইড বল করেন হার্দিক। এই ভুল শোধরাতে হবে ভারতের বোলারদের।

আরও পড়ুন-

মুম্বইয়ের হাসপাতালে অস্ত্রোপচার, বিশ্বকাপেও দলের বাইরে থাকতে পারেন ঋষভ পন্থ

সূচি নিয়ে ভিত্তিহীন অভিযোগ পিসিবি চেয়ারম্যানের, সাফ জানিয়ে দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল

ক্রিকেটে ফিরলেন মন্দিরা বেদী, দেখা যাবে রাজস্থান রয়্যালসের রিয়েলিটি শোয়ে

Share this article
click me!

Latest Videos

'উল্টো ধুয়ে সোজা করব' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
বিয়ের মঞ্চে নববধূর এমন কাণ্ডে হতবাক সকলে! ছুটে গেলেন বিজেপির শমীক | BJP West Bengal