মুম্বইয়ের হাসপাতালে অস্ত্রোপচার, বিশ্বকাপেও দলের বাইরে থাকতে পারেন ঋষভ পন্থ

ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ সুস্থ হয়ে আবার কবে মাঠে ফিরবেন, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তাঁর সম্পূর্ণ ফিট হয়ে উঠতে বেশ কয়েক মাস লেগে যেতে পারে।

মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ঋষভ পন্থের অস্ত্রোপচার হল। তাঁর হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার জন্য যে অস্ত্রোপচার করা দরকার ছিল, সেটা করা হয়েছে। এই ক্রিকেটারের আরও একটি অস্ত্রোপচার করা দরকার। তাঁর হাঁটুর পাশাপাশি গোড়ালির লিগামেন্টও ছিঁড়ে গিয়েছে। সেই চোট সারানোর জন্যও অস্ত্রোপচার করতে হবে। জোড়া অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে অনেকদিন লেগে যেতে পারে ঋষভের। বিসিসিআই মেডিক্যাল টিমের সদস্যরা জানিয়েছেন, ঋষভের মাঠে ফিরতে ৮ থেকে ৯ মাস লেগে যেতে পারে। সেটা হলে তাঁর পক্ষে যেমন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ, আইপিএল খেলা সম্ভব হবে না, তেমনই এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপ খেলাও হয়তো সম্ভব হবে না। এ বছরের শেষদিকে হয়তো মাঠে ফিরবেন ঋষভ। এই উইকেটকিপার-ব্যাটার ২০২২-এ ভালো ফর্মে ছিলেন। ফলে তাঁর চোট ভারতীয় দলের কাছে বড় ধাক্কা। সবাই প্রার্থনা করছেন, যত দ্রুত সম্ভব চোট সারিয়ে মাঠে ফিরুন ঋষভ।

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ‘শুক্রবার ঋষভ পন্থের হাঁটুর লিগামেন্টের চোট সারানোর জন্য অস্ত্রোপচার করা হয়েছে। তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। তাঁকে আপাতত পর্যবেক্ষণে রাখা হবে। এরপর কী করণীয় এবং রিহ্যাবের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেবেন চিকিৎসক দীনেশ পারদিওয়ালা। বিসিসিআই-এর স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিন টিমের সদস্যরাও ঋষভের শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন।’

Latest Videos

বিসিসিআই মেডিক্যাল টিমের এক সদস্য জানিয়েছেন, ‘কোকিলাবেন হাসপাতালের চিকিৎসকদের মতে, ঋষভের লিগামেন্টে মারাত্মক চোট লেগেছে। একজন উইকেটকিপারকে যেরকম চাপ নিয়ে খেলতে হয়, তাতে আমাদের মনে হচ্ছে ঋষভের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে ৬ থেকে ৯ মাস লেগে যেতে পারে।’

আইপিএল চেয়ারম্যান অরুণ ধূমল জানিয়েছেন, ‘আমরা ঋষভ পন্থের যথাযত চিকিৎসার ব্য়বস্থা করছি। কিন্তু এই মুহূর্তে ওর চোটের বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। চিকিৎসকদের যাবতীয় পরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য সময় দেওয়া হোক। তারপর আমরা ঋষভের চোটের অবস্থার বিষয়ে বিবৃতি দিতে পারব।’

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে উইকেটকিপার হিসেবে খেলছেন ঈশান কিষান। তিনি প্রথম ম্যাচে ভালো ব্যাটিং করেন। অসাধারণ একটি ক্যাচও নেন ঈশান। এই উইকেটকিপার-ব্যাটার সীমিত ওভারের ফর্ম্যাটে ঋষভের পরিবর্ত হিসেবে খেলতে পারেন। কিন্তু টেস্টে ঋষভের পরিবর্ত হিসেবে কে খেলবেন, সেটা এখনও স্পষ্ট নয়। ঈশানকে টেস্টে সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে কিছু জানাননি নির্বাচক ও বিসিসিআই কর্তারা।

আরও পড়ুন-

সূচি নিয়ে ভিত্তিহীন অভিযোগ পিসিবি চেয়ারম্যানের, সাফ জানিয়ে দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল

নো-বল করা অপরাধ, শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পর বললেন হার্দিক পান্ডিয়া

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ৭ নো-বল, লজ্জার রেকর্ড ভারতের

Share this article
click me!

Latest Videos

'উল্টো ধুয়ে সোজা করব' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
বিয়ের মঞ্চে নববধূর এমন কাণ্ডে হতবাক সকলে! ছুটে গেলেন বিজেপির শমীক | BJP West Bengal