
Kuldeep Yadav: সব ফর্ম্যাটেই তিনি ভারতীয় দলের ভরসা। সুযোগ পেলেই ভুরি ভুরি উইকেট নিয়ে বিপক্ষ দলের ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে দেন। রবিবার দিল্লির (Delhi) অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিন ফের সেটা দেখিয়ে দিলেন কুলদীপ যাদব। তিনিই রবিবার সকালে ক্যারিবিয়ানদের মিডল অর্ডারে ধস নামান। এদিন তাঁর প্রথম শিকার হন শাই হোপ (Shai Hope)। তিনি ৫৭ বল খেলে ৩৬ রান করে বোল্ড হয়ে যান। এরপর কুলদীপের দ্বিতীয় শিকার হন টেভিন ইমল্যাশ (Tevin Imlach)। ক্যারিবিয়ান উইকেটকিপার-ব্যাটার ৬৭ বল খেলে ২১ রান করে এলবিডব্লু হয়ে যান। কুলদীপের তৃতীয় শিকার হন জাস্টিন গ্রিভস (Justin Greaves)। তিনি ২০ বল খেলে ১৮ রান করে আউট হয়ে যান। এরপর ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইনআপে অষ্টম ধাক্কা দেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তাঁর বলে বোল্ড হয়ে যান জোমেল ওয়ারিকান (Jomel Warrican)। তিনি ৫ বল খেলে ১ রান করে আউট হয়ে যান।
প্রথম সেশনের পর ক্যারিবিয়ানদের স্কোর ৮ উইকেটে ২১৭। ভারতের চেয়ে এখনও ৩১০ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ভারতীয় দল দ্বিতীয় সেশনে দ্রুত বাকি দুই উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের ফলো-অন করাতেই পারে। সেক্ষেত্রে ইনিংসে জয়ের আশা থাকবে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতের বোলাররা। রবিবারও সেই পারফরম্যান্স অব্যাহত থাকল। এই সিরিজে ২-০ জয় পেলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (World Test Championship) পয়েন্ট তালিকায় ভালো জায়গায় পৌঁছে যেতে পারে ভারতীয় দল। সেটাই এই সিরিজে কুলদীপদের একমাত্র লক্ষ্য। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই মরসুমে ফাইনালে পৌঁছে গেলেও, তৃতীয়বার ফাইনালে পৌঁছতে পারেনি ভারত। এবার চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবে ভারতীয় দল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।