India vs West Indies: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন অধিনায়ক শুবমান গিলের (Shubman Gill) প্রশংসা করলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
KNOW
Indian Cricket Team: ২৫ বছর বয়সি তারকা ব্যাটার শুবমান গিলকে (Shubman Gill) ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত করার সিদ্ধান্ত সাহসী ছিল বলে মনে করেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাঁর মতে, শুবমান ভালোভাবেই এই চ্যালেঞ্জের মোকাবিলা করেছেন এবং নিজেকে প্রমাণ করেছেন। এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে গম্ভীর বলেছেন, ‘আমার সব মনে আছে। ওর সঙ্গে হওয়া সব কথাই মনে আছে। ২৫ বছর বয়সি একজনকে টেস্ট দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার সময় আমি ওকে একটা কথা স্পষ্ট বলেছিলাম, আমরা তোমাকে গভীর সমুদ্রে ফেলে দিয়েছি। এখান থেকে তোমার সামনে শুধু দুটো পথ খোলা আছে। তুমি ডুবে যেতে পারো বা তুমি বিশ্বমানের সাঁতারু হয়ে উঠতে পারো। ২৫ বছর বয়সে অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সিরিজে ও যেভাবে নিজেকে সামলেছে, দলকে সামলেছে এবং চাপ সামলেছে, তার চেয়ে আমার কাছে ইংল্যান্ডে ৭৫০ রান ততটা গুরুত্বপূর্ণ নয়।’
শুবমানের সমালোচকদের আক্রমণ গম্ভীরের
শুবমানের সমালোচকদের একহাত নিয়ে গম্ভীর বলেছেন, ‘ওকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। লোকজন অনেক কথা বলেছে। তার মধ্যে কিছু কথা অবশ্যই অন্যায্য ছিল। কখনও কখনও খেলোয়াড়দের ভালো পারফরম্যান্সের সম্ভাবনার ভিত্তিতে দল গঠন করা হয়। ২৪ বছর বয়সি একজন সবসময় গড়ে ৫০-এর বেশি রান করবে বা বিশ্বের সব জায়গায় ধারাবাহিকভাবে রান করবে, এটা আশা করা যায় না। সময়ের সঙ্গে সঙ্গে সেটা হয়। ওর যা সম্ভাবনা আছে, তাতে ইংল্যান্ডে ৭৫০ রান করতে দেখে আমি অবাক হইনি।’
অধিনায়ক শুবমানের প্রশংসায় গম্ভীর
শুবমানের প্রশংসা করে গম্ভীর আরও বলেছেন, ‘ও যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছে, তাতে আমি মুগ্ধ। ইংল্যান্ড সফরে আমি চাপে ছিলাম, সাপোর্ট স্টাফরাও চাপে ছিল। কিন্তু যে কারও চেয়ে বেশি চাপ ছিল শুবমানের উপর। কিন্তু ওই ২৫ দিনে ও ও এক মুহূর্তের জন্যও হতাশা বা চাপে থাকার ইঙ্গিত দেয়নি। ২৫ দিনের কঠিন লড়াইয়ের সময় ও হাসিমুখে দলকে নেতৃত্ব দিয়েছে। সাফল্য় ওর প্রাপ্য। ড্রেসিংরুমে থাকা সবারই সাফল্য় প্রাপ্য।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


