বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় দল। চোট-আঘাত এড়ানোই প্রধান লক্ষ্য।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলছেন না ভারতীয় দলের পেসার মহম্মদ সিরাজ। তাঁর গোড়ালিতে সামান্য ব্যথা রয়েছে। এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ ভারতের টিম ম্যানেজমেন্ট। সেই কারণে সিরাজকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত এই পেসারের পরিবর্ত হিসেবে কারও নাম ঘোষণা করা হয়নি। বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘মহম্মদ সিরাজের গোড়ালিতে ব্যথা রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই ডান হাতি পেসারকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছে বিসিসিআই মেডিক্যাল টিম। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজে ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে সিরাজকে।’ ফলে বৃহস্পতিবার প্রথম ওডিআই ম্যাচে ভারতীয় দলে পেসার হিসেবে থাকছেন শার্দুল ঠাকুর, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট ও উমরান মালিক।
বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, 'আইপিএল থেকে টানা ম্যাচ খেলে চলেছে সিরাজ। ও টানা ৩টি টেস্ট ম্যাচে বোলিং করেছে। ও এবার সরাসরি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এশিয়া কাপের প্রস্তুতি শিবিরে যোগ দেবে। সেখানেই ওডিআই বিশ্বকাপের জন্য তৈরি হবে সিরাজ।'
এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়া হয়েছে ভারতীয় দলের অভিজ্ঞ পেসার মহম্মদ সামিকে। টেস্ট সিরিজে ভারতীয় দলের পেস বিভাগের ভরসা ছিলেন সিরাজ। তিনি ভালো পারফরম্যান্স দেখান। ওডিআই সিরিজেও ভারতের ভরসা ছিলেন সিরাজ। কিন্তু তাঁর পক্ষে এই সিরিজে খেলা সম্ভব হচ্ছে না। সীমিত ওভারের সিরিজের দলে না থাকা রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্কা রাহানে, কে এস ভরত, নবদীপ সাইনির সঙ্গে দেশে ফেরার উড়ান ধরলেন সিরাজ।
ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত বোলিং করেন সিরাজ। ওডিআই সিরিজেও তিনি দলের ভরসা ছিলেন। সিরাজের অনুপস্থিতিতে বৃহস্পতিবার প্রথম ওডিআই ম্যাচে পেসার হিসেবে শার্দুলের সঙ্গে খেলার সুযোগ পেতে পারেন বাংলার পেসার মুকেশ। ত্রিনিদাদে অভিষেক টেস্টে ভালো বোলিং করেন মুকেশ। এবার ওডিআই সিরিজেও ভালো পারফরম্যান্স দেখানোই লক্ষ্য।
ওয়েস্ট ইন্ডিজ সফরের পরেই আয়ারল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। এই সিরিজেই জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটানোর কথা রয়েছে জসপ্রীত বুমরার। তবে এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলে যে ক্রিকেটাররা আছেন, তাঁরা আয়ারল্যান্ড সফরে যাবেন না। বুমরার ফিটনেস পরীক্ষা করার জন্যই তাঁকে আয়ারল্যান্ড সফরে জাতীয় দলে রাখা হচ্ছে। ফিটনেসের প্রমাণ দিতে পারলে এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে খেলবেন এই পেসার।
আরও পড়ুন-
বৃহস্পতিবার ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওডিআই ম্যাচেও কি হানা দেবে বৃষ্টি?
দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে সূর্যকুমাররা
বিরাট কোহলিকে আলিঙ্গন, আবেগে কান্না ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার জশুয়া ডা সিলভার মায়ের