বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের ওডিআই সিরিজ। টেস্ট সিরিজ জেতার পর এবার ওডিআই সিরিজেও ক্যারিবিয়ানদের হারাতে তৈরি রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
এবারের ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ফলে ক্যারিবিয়ানদের আত্মবিশ্বাস খুব বেশি অবশিষ্ট নেই। তার উপর ভারতের কাছে টেস্ট সিরিজে পর্যুদস্ত হয়েছেন ত্যাগনারায়ণ চন্দ্রপল, শ্যানন গ্যাব্রিয়েলরা। ফলে মানসিকভাবে এগিয়ে থেকেই ওডিআই সিরিজে খেলতে নামছে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজে খুব বেশি প্রতিরোধের মুখে পড়ার আশা করছে না ভারতের টিম ম্যানেজমেন্ট। তার বদলে নিজেদের দলের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই ভারতীয় ক্রিকেটারদের। অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামছেন শুধু সীমিত ওভারের দলে সুযোগ পাওয়া খেলোয়াড়রা। তাঁদের মধ্যে কয়েকজন আবার ফর্মে নেই। এই ক্রিকেটারদের ফর্মে ফেরার উপরেই জোর দিচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্ট।
বৃহস্পতিবার বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওডিআই ম্যাচ। এরপর শনিবার দ্বিতীয় ওডিআই ম্যাচও বার্বাডোজে। এরপর ১ আগস্ট ত্রিনিদাদের তারুবার ব্রায়ান লারা স্টেডিয়ামে তৃতীয় ওডিআই ম্যাচ।
ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারা নিয়ে ক্যারিবিয়ান ক্রিকেট মহলে এখনও তোলপাড় চলছে। ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে ফেরানো হয়েছে ২ অভিজ্ঞ ক্রিকেটার শিমরন হেটমায়ার ও ওশেন টমাসকে। ২ বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারা অবাক হওয়ার মতোই ঘটনা। ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভালো পারফরম্যান্স দেখানো জিম্বাবোয়েও মূলপর্বের যোগ্যতা অর্জন করতে পারেনি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে ভালো পারফরম্যান্স দেখানোর সুযোগ রয়েছে সূর্যকুমার যাদব, ঈশান কিষান, সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল, উমরান মালিকের মতো ক্রিকেটারদের সামনে। বিশেষ করে সূর্যকুমারের ফর্মে ফেরার তাগিদ বেশি। ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের ব্যাটিং লাইন আপে ৪ নম্বরে জায়গা পাকা করতে হলে এই তারকাকে ভালো ব্যাটিং করতে হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের ৩টি ম্যাচেই প্রথম বলে আউট হয়ে যান সূর্যকুমার। তাঁকে এবার ভালো ব্যাটিং করতে হবে।
সঞ্জু যদি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলার সুযোগ পান, তাহলে এই উইকেটকিপার-ব্যাটারও ভালো পারফরম্যান্স দেখানোর চেষ্টা করবেন। এখনও পর্যন্ত ১১টি ওডিআই ম্যাচ খেলেছেন সঞ্জু। তাঁর ব্যাটিংয়ের গড় ৬৬। ঈশানই হয়তো উইকেটকিপার হিসেবে খেলবেন। ব্যাটার হিসেবে খেলতে পারেন সঞ্জু।
বোলিং বিভাগে ভারতীয় দলের ভরসা যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল। এছাড়া জয়দেব উনাদকাট, উমরান মালিক, শার্দুল ঠাকুরও আছেন।
আরও পড়ুন-
রাঁচির রাস্তায় বিলাসবহুল ভিন্টেজ গাড়িতে সওয়ার মহেন্দ্র সিং ধোনি, ভাইরাল ভিডিও
বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআই, তৈরি কুলদীপ-চাহাল
বিরাট কোহলিকে আলিঙ্গন, আবেগে কান্না ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার জশুয়া ডা সিলভার মায়ের