বৃহস্পতিবার ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওডিআই ম্যাচেও কি হানা দেবে বৃষ্টি?

Published : Jul 27, 2023, 12:08 PM ISTUpdated : Jul 27, 2023, 12:33 PM IST
India vs West Indies 2022 Team India set 191 runs target for West Indies in 1st T20 match spb

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের ওডিআই সিরিজ। টেস্ট সিরিজ জেতার পর বাড়তি আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

বৃষ্টির জন্য দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা ভেস্তে যাওয়ায় সিরিজে ২-০ জয় পায়নি ভারতীয় দল। বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী সন্ধে ৭টায় শুরু হচ্ছে ওডিআই সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচেও কি হানা দিতে পারে বৃষ্টি? আকাশের দিকে তাকিয়ে ভারতীয় শিবির। আবহাওয়ার পূর্বাভাস অবশ্য আশাপ্রদ। এদিন ম্যাচ চলাকালীন বৃষ্টির পূর্বাভাস ৭ শতাংশ। আকাশে মেঘের আনাগোনা থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৮৫ শতাংশ। ফলে খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের জন্যও অস্বস্তিকর আবহাওয়া থাকছে। যদিও সবাই চাইছেন ঘাম হোক, কিন্তু বৃষ্টিতে যেন ম্যাচ পণ্ড না হয়। বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ভালোভাবে ম্যাচ হোক, এটাই চাইছেন ক্রিকেটপ্রেমীরা।

এই ম্যাচে ভারতের প্রথম একাদশে থাকতে পারেন- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, উমরান মালিক ও মহম্মদ সিরাজ। উইকেটকিপার হিসেবে সঞ্জুর সঙ্গে খেলার সুযোগ পাওয়ার লড়াইয়ে আছেন ঈশান কিষান। তবে সঞ্জু যেহেতু অনেকদিন জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি, সেই কারণে তাঁকে খেলানো হতে পারে। অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহালও প্রথম ওডিআই ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন না। ফলে তাঁর সঙ্গে কুলদীপের জুটি দেখা যাচ্ছে না। বাংলার পেসার মুকেশ কুমার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভালো পারফরম্যান্স দেখালেও, তাঁকে হয়তো প্রথম ওডিআই ম্যাচে খেলার সুযোগ দেওয়া হবে না। এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে দলের সবাইকেই তৈরি রাখতে চাইছে ভারতের টিম ম্যানেজমেন্ট।

আবহাওয়া সংক্রান্ত কোনও সমস্যা না হলে বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে ৬টায় টস হবে। এরপর সন্ধে ৭টায় শুরু হবে খেলা। ভারতে টেলিভিশনে সরাসরি ম্যাচ দেখা যাবে ডিডি স্পোর্টস চ্যানেলে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ, ওয়েবসাইটে।

সূর্যকুমার, সঞ্জুর মতো ক্রিকেটারদের কাছে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্প্রতি ওডিআই ফর্ম্যাটে সূর্যকুমারের পারফরম্যান্স খুব খারাপ। তাঁকে ফর্মে ফিরতে হবে। ভালো পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে জায়গা পাকা করতে চাইছেন সঞ্জু। উমরানও ভালো পারফরম্যান্স দেখাতে চাইছেন।

আরও পড়ুন-

দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে সূর্যকুমাররা

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআই, তৈরি কুলদীপ-চাহাল

বিরাট কোহলিকে আলিঙ্গন, আবেগে কান্না ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার জশুয়া ডা সিলভার মায়ের

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে