অশ্বিনই জিতিয়ে দেবেন, পোর্ট অফ স্পেনে পঞ্চম দিনের খেলার আগে আত্মবিশ্বাসী সিরাজ

ডমিনিকার উইন্ডসর পার্কে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ১২ উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালেও তিনিই দলের ভরসা।

সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন জয় পাওয়ার জন্য সিনিয়র সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনের দিকে তাকিয়ে ভারতীয় দলের পেসার মহম্মদ সিরাজ। তিনি আত্মবিশ্বাসী, অশ্বিনই দলকে জয় এনে দেবেন। চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পর সিরাজ বলেছেন, ‘উইকেট যে আচরণ করছে, তাতে আমার মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপে ধস নামাবে অশ্বিন। এই উইকেটে বল ঘুরছে।’ সোমবার জেতার জন্য ভারতীয় দলের দরকার ৮ উইকেট। এই সিরিজে অশ্বিন যে পারফরম্যান্স দেখাচ্ছেন, তাতে তাঁর উপর ভরসা রাখাই যায়। তবে সিরাজ নিজেও এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন এই পেসার। সিরাজ ও মুকেশ কুমারই চতুর্থ দিন প্রথম সেশনে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ফলে পঞ্চম দিন ভারতের জয়ের আশা উজ্জ্বল।

রবিবার দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তোলেন রোহিত শর্মা, যশস্বী জয়সোয়াল, ঈশান কিষানরা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনও একটি ইনিংসে সবচেয়ে বেশি রান রেটের হিসেবে নতুন রেকর্ড গড়েছে ভারতীয় দল। টেস্টে প্রথম অর্ধশতরান করেছেন ঈশান। তিনি টি-২০ ফর্ম্যাটের ধাঁচেই ব্যাটিং করেছেন। এ প্রসঙ্গে সিরাজ বলেছেন, 'ঈশান একজন আক্রমণাত্মক ব্যাটার। ঋষভ পন্থ এখন খেলতে পারছে না। ফলে একজন উইকেটকিপার হিসেবে ঋষভের অভাব অনেকটাই পূরণ করে দিয়েছে ঈশান। ওর বড় শট খেলার ক্ষমতা আছে। ওর শটের জোরও মারাত্মক। মাঠের সব দিকেই শট খেলতে পারে ঈশান। প্রথম ইনিংসে আমরা যথেষ্ট রান করতে পেরেছি। ফলে দ্বিতীয় ইনিংসে আমাদের লক্ষ্য ছিল, কম সময়ের মধ্যে যত বেশি সম্ভব রান করতে হবে। দ্রুত ইনিংস ডিক্লেয়ার করে দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে অলআউট করার জন্য যত বেশি সম্ভব ওভার হাতে রাখাই আমাদের লক্ষ্য ছিল।'

Latest Videos

সিরাজের অনবদ্য বোলিংয়ের সুবাদে প্রথম ইনিংসে ৫ উইকেটে ২২৯ থেকে ২৫৫ রানের মধ্যে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সিরাজের এই স্পেলই ভারতীয় দলের সামনে জয়ের রাস্তা খুলে দিয়েছে। নিজের পারফরম্যান্স প্রসঙ্গে সিরাজ বলেছেন, ‘আমার পারফরম্যান্সকে উচ্চমানের বলেই ধরব। কারণ, পাটা উইকেটে ৫ উইকেট নেওয়া সহজ নয়। আমি পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছি। বল যখন রিভার্স স্যুইং করছিল, তখন আমি লাইন ও লেংথ ঠিকমতো কাজে লাগাতে পেরেছি। স্টাম্পে বল রেখে যাওয়াই আমার লক্ষ্য ছিল।’

আরও পড়ুন-

নাটকীয় চতুর্থ দিন, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিততে ভারতের দরকার ৮ উইকেট

টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দলগত ১০০ রান, ত্রিনিদাদে নতুন রেকর্ড ভারতের

বিরাট কোহলিকে আলিঙ্গন, আবেগে কান্না ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার জশুয়া ডা সিলভার মায়ের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari