নাটকীয় চতুর্থ দিন, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিততে ভারতের দরকার ৮ উইকেট

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিনের শেষে মনে হচ্ছিল ম্যাচ ড্র হয়ে যেতে পারে। কিন্তু চতুর্থ দিনের শুরুতেই ম্যাচের রং বদলে দিলেন মহম্মদ সিরাজ।

টি-২০ ক্রিকেটের দাপটেও টেস্ট ক্রিকেট কেন আকর্ষণ ধরে রাখতে পেরেছে, সেটা ফের বুঝিয়ে দিচ্ছে চলতি অ্যাশেজ ও ভারত-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ। রবিবার ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিনের খেলায় পরতে পরতে দেখা গেল নাটক। এদিনের খেলা শুরু হওয়ার সময় ভালোভাবেই লড়াইয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ম্যাচে জাঁকিয়ে বসল ভারতীয় দল। দিনের শেষে জয়ের সামনে রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনরা। সোমবার শেষ দিন জয়ের জন্য ভারতীয় দলের দরকার ৮ উইকেট। অন্যদিকে, জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ২৮৯ রান। পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালের পিচ মন্থর। তার উপর পঞ্চম দিনের পিচ থেকে সাহায্য পেতে পারেন ভারতের ২ স্পিনার অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। ফলে বিরাট অঘটন ছাড়া এই ম্যাচেও জয় পেতে চলেছে ভারত।

৫ উইকেটে ২২৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। তবে মহম্মদ সিরাজ, মুকেশ কুমারদের দাপটে ২৫৫ রানেই অলআউট হয়ে যায় ক্যারিবিয়ানরা। সর্বাধিক ৭৫ রান করেন অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট। অপর ওপেনার ত্যাগনারায়ণ চন্দ্রপল করেন ৩৩ রান। কার্ক ম্যাকেঞ্জি করেন ৩২ রান। জারমেইন ব্ল্যাকউড করেন ২০ রান। অ্যালিক অ্যাথানেজ করেন ৩৭ রান। জশুয়া ডা সিলভা করেন ১০ রান। জেসন হোল্ডার করেন ১৫ রান। আলজারি জোশেফ করেন ৪ রান। কেমার রোচ করেন ৪ রান। প্রথম বলেই আউট হয়ে যান শ্যানন গ্যাব্রিয়েল। ৭ রান করে অপরাজিত থাকেন জমেল ওয়্যারিক্যান।

Latest Videos

ভারতীয় দলের হয়ে ৬০ রান দিয়ে ৫ উইকেট নেন সিরাজ। ৪৮ রান দিয়ে ২ উইকেট নেন মুকেশ। ৩৭ রান দিয়ে ২ উইকেট নেন জাদেজা। ৬১ রান দিয়ে ১ উইকেট নেন অশ্বিন

এরপর দ্বিতীয় ইনিংসে ২৪ ওভারে ২ উইকেটে ১৮১ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। ৪৪ বলে ৫টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারির সাহায্যে ৫৭ রান করেন রোহিত। ৩৮ রান করেন যশস্বী জয়সোয়াল। ৩৪ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন ঈশান কিষান। টেস্টে এটাই ভারতের উইকেটকিপার-ব্যাটারের প্রথম অর্ধশতরান। ২৯ রান করে অপরাজিত থাকেন শুবমান গিল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১ উইকেট করে নেন গ্যাব্রিয়েল ও ওয়্যারিক্যান। 

দ্বিতীয় ইনিংসে ২৮ রান করে আউট হয়ে যান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ব্রেথওয়েট। রান করার আগেই আউট হয়ে যান ম্যাকেঞ্জি। দিনের শেষে ২৪ রান করে অপরাজিত চন্দ্রপল। ২০ রান করে অপরাজিত ব্ল্যাকউড। ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন অশ্বিন

আরও পড়ুন-

টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দলগত ১০০ রান, ত্রিনিদাদে নতুন রেকর্ড ভারতের

ইমার্জিং টিমস এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের কাছে লজ্জার হার ভারতের

বিরাট কোহলিকে আলিঙ্গন, আবেগে কান্না ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার জশুয়া ডা সিলভার মায়ের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury