টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দলগত ১০০ রান, ত্রিনিদাদে নতুন রেকর্ড ভারতের
- FB
- TW
- Linkdin
রবিবার পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে টেস্ট ক্রিকেটে নতুন রেকর্ড গড়ল ভারতীয় দল
টেস্ট ক্রিকেটের ইতিহাসে দলগতভাবে দ্রুততম ১০০ রান করল ভারতীয় দল। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে এই রেকর্ড গড়েছেন রোহিত শর্মা, যশস্বী জয়সোয়ালরা।
রবিবার পোর্ট অফ স্পেনে টেস্ট ক্রিকেটে ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিল ভারতীয় দল
এতদিন টেস্ট ক্রিকেটে দ্রুততম দলগত ১০০ রানের রেকর্ড ছিল শ্রীলঙ্কার দখলে। ২০০১ সালে বাংলাদেশের বিরুদ্ধে ১৩.২ ওভারে ১০০ রান করেছিল শ্রীলঙ্কা। সেই রেকর্ড ভেঙে দিল ভারত।
পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে অসাধারণ ব্যাটিং রোহিত শর্মা, যশস্বী জয়সোয়ালের
রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ১২.২ ওভারে ১০০ রান করে টেস্ট ক্রিকেটে নতুন রেকর্ড গড়ল ভারতীয় দল। অসাধারণ ব্যাটিং করলেন রোহিত শর্মা, যশস্বী জয়সোয়াল।
টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়ার পর দ্বিতীয় ম্যাচে প্রথম অর্ধশতরান করলেন ঈশান কিষান
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ৩৪ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন ঈশান কিষান। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচেও জয়ের লক্ষ্যে ঝাঁপিয়েছে ভারতীয় দল
পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে জয়ের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে দ্রুত রান করেন ভারতের ব্যাটাররা। ২৪ ওভারে ২ উইকেটে ১৮১ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারতীয় দল।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দলগত ১০০ করার তালিকায় তৃতীয় স্থানে ইংল্যান্ড
১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে ১৩.৩ ওভারে দলগত ১০০ রান করে ইংল্যান্ড। সেই রেকর্ড ভেঙে দেয় শ্রীলঙ্কা। এবার শ্রীলঙ্কার রেকর্ড ভেঙে দিল ভারত।
পোর্ট অফ স্পেনে প্রথম ইনিংসে ১২১ রানের অসাধারণ ইনিংস খেলেন বিরাট কোহলি
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শতরান করেন বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাটিং করতে নামেননি।
পোর্ট অফ স্পেনে দ্বিতীয় ইনিংসে রোহিত-যশস্বীর দাপটে দিশেহারা ক্যারিবিয়ান বোলাররা
রবিবার ভারতের ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সোয়ালের জুটিতে ১১.৫ ওভারে ৯৮ রান তোলে ভারতীয় দল। ৪৪ বলে ৫৭ রান করে আউট হয়ে যান রোহিত। ৩০ বলে ৩৮ রান করেন যশস্বী।
ভারতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে নতুন নজির গড়লেন অধিনায়ক রোহিত শর্মা
রবিবার ৩৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটে এটাই তাঁর দ্রুততম অর্ধশতরান।
রবিবার ২৬ রানের মধ্যে প্রথম ইনিংসের শেষ ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ
মহম্মদ সিরাজের ৬০ রানে ৫ উইকেটের সুবাদে পোর্ট অফ স্পেনে প্রথম ইনিংসে ২৫৫ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে প্রথম ইনিংসে ১৮৩ রানে এগিয়েছিল ভারতীয় দল।