সংক্ষিপ্ত

যে কোনও স্তরেই ভারত-পাকিস্তানের লড়াই উত্তেজক। ইমার্জিং টিমস এশিয়া কাপও ব্যতিক্রম নয়। রবিবার ফাইনালেও ভারত এ ও পাকিস্তান এ দলের মধ্যে উত্তেজক লড়াই হল।

ইমার্জিং টিমস এশিয়া কাপে গ্রুপ পর্যায়ের ম্যাচে পাকিস্তান এ দলকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছিল ভারত এ দল। এই জয়ে কি ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে আত্মতুষ্ট হয়ে পড়েছিলেন যশ ধূল, সাই সুদর্শনরা? তার ফলেই হয়তো রবিবার পাকিস্তানের কাছে ১২৮ রানে হেরে গেল ভারত। সারা প্রতিযোগিতায় ভালো খেলেও, ফাইনালে বিশেষ লড়াই করতে পারল না ভারতীয় দল। ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল পাকিস্তান। এই টুর্নামেন্টে ভারত এ দলের হয়ে ক্রিকেটাররা খেলেছেন, তাঁদের অনেকেই আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেতে হলে তাঁদের মানসিকভাবে আরও শক্তিশালী হতে হবে।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত এ দলের অধিনায়ক ধূল। তাঁর এই সিদ্ধান্তই ম্যাচের ফল গড়ে দেয়। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫২ রান করে পাকিস্তান এ দল। সায়েম আয়ুব (৫৯) ও সাহিবজাদা ফারহানের (৬৫) ওপেনিং জুটিতে যোগ হয় ১১৭ রান। এখানেই পিছিয়ে পড়ে ভারত। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা ওমের ইউসুফ করেন ৩৫ রান। ৪ নম্বরে ব্যাটিং করতে নামা তাইয়াব তাহির করেন ১০৮ রান। তিনি টি-২০ ফর্ম্যাটের ধাঁচে ব্যাটিং করেন। তাহিরের ৭১ বলের ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। প্রথম বলেই আউট হয়ে যান কাসিম আক্রম (০)। ২ রান করেন পাকিস্তান এ দলের অধিনায়ক মহম্মদ হ্যারিস। ৩৫ রান করেন মুবাসির খান। মেহরান মমতাজ করেন ১৩ রান। ১৭ রান করে অপরাজিত থাকেন মহম্মদ ওয়াসিম জুনিয়র। ৪ রান করে অপরাজিত থাকেন সুফিয়ান মুকিম।

ভারত এ দলের হয়ে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন রিয়ান পরাগ। ৪৮ রান দিয়ে ২ উইকেট নেন আর এস হাঙ্গারগেকর। ৫১ রান দিয়ে ১ উইকেট নেন হর্ষিত রানা। ৪৮ রান দিয়ে ১ উইকেট নেন নিশান্ত সিন্ধু। ৬৮ রান দিয়ে ১ উইকেট নেন মানব সুথার।

রান তাড়া করতে নেমে ৪০ ওভারে ২২৪ রানে অলআউট হয়ে যায় ভারত এ দল। ২ ওপেনার অভিষেক ও সুদর্শন এবং অধিনায়ক ধূল ছাড়া আর কেউ লড়াই করতে পারেননি। অভিষেক করেন ৬১ রান। সুদর্শন করেন ২৯ রান। ধূল করেন ৩৯ রান। পাকিস্তান এ দলের হয়ে ৩ উইকেট নেন সুফিয়ান। ২ উইকেট করে নেন আর্শাদ ইকবাল, মেহরান ও ওয়াসিম। ১ উইকেট নেন মুবাসির।

আরও পড়ুন-

ওডিআই বিশ্বকাপের আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর শ্রীলঙ্কার লাহিড়ু থিরিমানের

বিরাট কোহলিকে আলিঙ্গন, আবেগে কান্না ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার জশুয়া ডা সিলভার মায়ের

রুদ্ধশ্বাস লড়াইয়ে তৃতীয় ম্যাচ টাই, ভারত-বাংলাদেশ ওডিআই সিরিজ ১-১