
India vs West Indies: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটটি পতনের পিছনে অবদান সেই সাই সুদর্শনের। একটি অবিশ্বাস্য ক্যাচ নিয়েছেন তিনি। খেলার দ্বিতীয় দিন, ভারত ৫ উইকেটে ৫১৮ রান করে ইনিংস ডিক্লেয়ার করে দেয়।
এদিন দ্বিতীয় সেশনে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামে। ওপেনিং স্পেলে নতুন বলে ভারতীয় পেসার যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ কোনো প্রভাব ফেলতে পারেননি অবশ্য। কিন্তু ঠিক সাত ওভার পরেই, ভারতীয় অধিনায়ক শুভমান গিল রবীন্দ্র জাদেজাকে বল করতে পাঠান।
পেসারদের বিরুদ্ধে জন ক্যাম্পবেল এবং ত্যাগেনারিন চন্দ্রপল প্রতিরোধ গড়ে তুললেও, জাদেজার দ্বিতীয় বলেই সুইপ শট খেলতে গিয়ে ভুল করে বসেন ক্যাম্পবেল। সেই মুহূর্তে ক্যাম্পবেলের জোরালো শটটি শর্ট লেগে ফিল্ডিং করা সাই সুদর্শনের বুকে এসে লাগে। কিন্তু সেই বুকে লাগা বলটি হাত দিয়ে আটকাতে গিয়ে সুদর্শন মাটিতে পড়ার আগেই কিন্তু বুদ্ধিদীপ্ত ভঙ্গিমায় ধরে ফেলেন।
এরপর সাই সুদর্শনের এই ক্যাচ দেখে ক্যাম্পবেল কার্যত, অবিশ্বাস্য ভঙ্গিতে দাঁড়িয়ে থাকেন। যেন তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। ক্রিজে দাঁড়িয়ে থাকেন। অপরদিকে, ডাগআউটে বসা কোচ গৌতম গম্ভীরের মুখেও ফুটে ওঠে এক বিরল হাসি।
বোলিং কোচ মর্নি মর্কেল এবং ফিল্ডিং কোচ টি দিলীপও সুদর্শনের এই ক্যাচ দেখে রীতিমতো অবাক। ক্যাচটি ধরার সময় সুদর্শনের আঙুলে চোট লাগে। যা ভারতের জন্য একটি বড় ধাক্কা হতে পারে।
সুদর্শনের আঙুলের চোট গুরুতর কিনা, তা এখনও স্পষ্ট নয়। ফিজিও এসে সুদর্শনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দিলেও, ব্যথা না কমায় তাঁর পরিবর্তে ফিল্ডিং করতে নামেন দেবদূত পাডিক্কাল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।