India vs West Indies: অধিনায়ক হিসেবে মাত্র সাতটি টেস্টে ৫টি সেঞ্চুরি? কোহলি-সচিনকেও টপকালেন শুভমান

Published : Oct 11, 2025, 03:27 PM IST
Shubman Gill Century

সংক্ষিপ্ত

India vs West Indies: চলতি বছর, টেস্টে এটি গিলের পঞ্চম সেঞ্চুরি। সেইসঙ্গে, একটি ক্যালেন্ডার ইয়ারে দ্রুততম ৫টি সেঞ্চুরি করা ভারতীয় অধিনায়ক হিসেবে রেকর্ড গড়ে ফেললেন তিনি। 

India vs West Indies: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করে এক বিরল নজির গড়লেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল। অধিনায়ক হিসেবে নিজের সপ্তম টেস্টে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নিজের ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিটি করলেন গিল। 

তার আগে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে অভিষেক হওয়া শুভমান পাঁচটি টেস্টে মোট ৪টি সেঞ্চুরি করেন। এবার অধিনায়ক হওয়ার পর, সাতটি টেস্ট খেলতে নেমে মোট ১২টি ইনিংসে পাঁচটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি করা গিলের ব্যাটিং গড় এই মুহূর্তে ৮৪।

 

 

অধিনায়ক হওয়ার পর দুর্দান্ত ফর্মে

চলতি বছর, টেস্টে এটি গিলের পঞ্চম সেঞ্চুরি। সেইসঙ্গে, একটি ক্যালেন্ডার ইয়ারে দ্রুততম ৫টি সেঞ্চুরি করা ভারতীয় অধিনায়ক হিসেবে রেকর্ড গড়ে ফেললেন তিনি। ২০১৭ এবং ২০১৮ সালে, বিরাট কোহলিও একটি ক্যালেন্ডার বছরে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন। কিন্তু ২০১৭ সালে, ১৬টি ইনিংসে এবং ২০১৮ সালে, মোট ২৪টি ইনিংসে কোহলি ৫টি সেঞ্চুরি করলেও, গিল মাত্র ১২ ইনিংসে পাঁচটি সেঞ্চুরি করেছেন।

সেই ১৯৯৭ সালে, অধিনায়ক থাকাকালীন ব্যাটিং কিংবদন্তি সচিন তেন্ডুলকার ১৭ ইনিংসে চারটি সেঞ্চুরি করেছিলেন।

 

তবে অধিনায়ক হিসেবে সবচেয়ে কম ইনিংসে পাঁচটি সেঞ্চুরি করার রেকর্ড এখনও সুনীল গাভাসকার নামের পাশেই রয়েছে। ভারতীয় অধিনায়ক থাকাকালীন গাভাসকার মাত্র ১০ ইনিংসে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন। অধিনায়ক হওয়ার পর, বিরাট কোহলি ১৮ ইনিংসে পাঁচটি সেঞ্চুরি করেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গিলের টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। টেস্টে দশটি, ওয়ানডেতে আটটি এবং টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি সহ গিলের আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যা ১৯-এ গিয়ে পৌঁছেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম