বাংলার পেসার মুকেশ কুমারের অভিষেক, টসে হেরে প্রথমে ব্যাটিং ভারতের

ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্ট ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে ভারতীয় দল। পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচেও জয়ের লক্ষ্যে ভারত।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেলেন বাংলার পেসার মুকেশ কুমার। ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে টেস্ট অভিষেক হল মুকেশের। শার্দুল ঠাকুরের পরিবর্তে দলে এলেন মুকেশ। চোট পাওয়ায় এই ম্যাচে খেলতে পারছেন না শার্দুল। সেই কারণেই খেলার সুযোগ পেলেন মুকেশ। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ব্যাটিং করছে ভারত। ডমিনিকা টেস্টে ভালো ব্যাটিং করেছিল ভারতীয় দল। পোর্ট অফ স্পেনেও বড় স্কোরই রোহিত শর্মা, যশস্বী জয়সোয়ালদের লক্ষ্য।

এদিন টসের সময় ভারতের অধিনায়ক রোহিত বলেন, ‘আমরা টসে জিতলে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তই নিতাম। উইকেট দেখে ভালো বলেই মনে হচ্ছে। রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাচ্ছে। এই উইকেটে যত খেলা হবে, ততই মন্থর হয়ে যাবে। শার্দুল চোট পেয়েছে। ও ফিট হয়ে উঠতে পারেনি। মুকেশ কুমারের অভিষেক হচ্ছে। ও ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। পোর্ট অফ স্পেনে অনেক স্মৃতি আছে। ভারত-ওয়েস্ট ইন্ডিজের লড়াই সবসময়ই আকর্ষণীয়। ওয়েস্ট ইন্ডিজ সফর সবসময়ই কঠিন। আমাদের কঠোর পরিশ্রম করতে হচ্ছে। গত ম্যাচেও আমাদের কঠোর পরিশ্রম করে জয় পেতে হয়েছে। বিশেষ করে ব্যাটারদের কাজটা কঠিন ছিল। আশা করি আমরা যে ফল চাইছি সেই ফলই পাব।’

Latest Videos

এই ম্যাচে ভারতের হয়ে খেলছেন- যশস্বী জয়সোয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঈশান কিষান, রবিচন্দ্রন অশ্বিন, জয়দেব উনাদকাট, মুকেশ কুমার ও মহম্মদ সিরাজ।

ওয়েস্ট ইন্ডিজ দলে আছেন- ক্রেগ ব্রেথওয়েট (অধিনায়ক), ত্যাগনারায়ণ চন্দ্রপল, কার্ক ম্যাকেঞ্জি, জারমেইন ব্ল্যাকউড, অ্যালিক অ্যাথানেজ, জশুয়া ডা সিলভা, জেসন হোল্ডার, আলজারি জোশেফ, কেমার রোচ, জমেল ওয়্যারিক্যান ও শ্যানন গ্যাব্রিয়েল।

এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক হল ম্যাকেঞ্জির। ২০ বছরের এই ব্যাটারের প্রশংসা করেছেন ব্রেথওয়েট। টসের সময় তিনি বলেন, ‘শ্যানন দলে ফিরেছে। এই পিচে আর্দ্রতা আছে। আজ কার্ক ম্যাকেঞ্জির অভিষেক হল। ও টেস্ট ম্যাচ খেলার জন্য তৈরি। আমাদের দলের বোলিং বিভাগ ভালো পারফরম্যান্সই দেখাচ্ছে। প্রথম ম্যাচে যে ফলই হোক না কেন, আমরা দ্বিতীয় ম্যাচের চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি। দলের সবার সঙ্গে কথা বলেছি। নিজেদের উপর আমাদের বিশ্বাস আছে। সম্প্রতি আমরা ভারতকে হারাতে পারিনি। এবার এই ধারা বদল করতে চাইছি।’

আরও পড়ুন-

ওডিআই বিশ্বকাপের পরেই ভারতীয় দলের কোচের পদ থেকে সরে যেতে পারেন রাহুল দ্রাবিড়

এশিয়া কাপের সূচি ঘোষিত, ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উন্মাদনা এখন থেকেই শুরু

জন্মদিনে হাঁটু গেড়ে বসে কেক কাটলেন ঈশান কিষান, শুভেচ্ছা ভরিয়ে দিলেন সতীর্থরা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

আচমকাই মাথায় ভেঙে পড়লো আইসিডিএস সেন্টারের চাল! চাঞ্চল্য Canning-এর Basanti-তে | South 24 Parganas
নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী | PM Modi on Netaji | Netaji Birthday |
'আজ অনুপ্রেরণার ছবি হাওয়া, নেতাজিময় চারিদিক' জোর দিলেন শুভেন্দু | Suvendu Adhikari on Netaji
'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
‘Mamata Banerjee আর Modi দুজনেই ‘বিভাজনের রাজনীতি করছেন’ বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury