ত্রিনিদাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ, কেমন থাকবে আবহাওয়া?

Published : Jul 20, 2023, 12:56 PM ISTUpdated : Jul 20, 2023, 01:17 PM IST
India vs West Indies

সংক্ষিপ্ত

ডমিনিকায় সিরিজের প্রথম টেস্ট ম্যাচে সহজ জয় পেয়েছে ভারতীয় দল। এবার দ্বিতীয় টেস্টেও জয় ছিনিয়ে নিয়ে সিরিজ ২-০ করাই রোহিত শর্মার দলের লক্ষ্য।

ওয়েস্ট ইন্ডিজ সফরে সম্প্রতি ভালো পারফরম্যান্স দেখাচ্ছে ভারতীয় দল। এবারও শুরুটা দারুণভাবে করেছেন যশস্বী জয়সোয়াল, রবিচন্দ্রন অশ্বিনরা। ডমিনিকায় ইনিংসে জয় পেয়েছে ভারত। বৃহস্পতিবার শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচ জিতলেই সিরিজে ২-০ জয় পাবে ভারত। প্রথম ম্যাচে সহজ জয় পাওয়ায় ভারতীয় দলের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। ফের ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তবে পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে ভারতীয় দলকে কিছুটা সমস্যায় ফেলতে পারে আবহাওয়া। প্রথম দিন সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সারাদিনই আকাশ মেঘলা থাকবে। ফলে রোহিত যদি টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুররা ক্যারিবিয়ান ব্যাটারদের চাপে ফেলে দিতে পারেন।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দিনের শেষ ২ ঘণ্টা ছাড়া বাকি সময়ে বৃষ্টি হতে পারে। ফলে খেলায় বিঘ্ন ঘটতে পারে। তবে সারাদিনের খেলা ভেস্তে যাবে, এরকম কোনও আশঙ্কা নেই। তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পূর্বদিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে বাতাসের গতি থাকতে পারে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটারের মধ্যে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৭৫ শতাংশের মতো।

ডমিনিকায় পিচ থেকে সাহায্য পেয়েছিলেন স্পিনাররা। অসাধারণ পারফরম্যান্স দেখান রবিচন্দ্রন অশ্বিন। রবীন্দ্র জাদেজাও ভালো পারফরম্যান্স দেখান। তবে কুইন্স পার্ক ওভালের পিচ থেকে সাহায্য পেতে পারেন পেসাররা। ফলে ভারতীয় দলে বদল হতে পারে। তবে শেষ ২ দিন আবার পিচ থেকে সাহায্য পেতে পারেন অশ্বিন, জাদেজা। ভারতের ব্যাটিং বিভাগে অবশ্য কোনও বদলের সম্ভাবনা নেই। ডমিনিকায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে হয়নি ভারতকে। প্রথম ইনিংসে শতরান করেন যশস্বী ও রোহিত। ৭৬ রান করেন বিরাট। তাঁরা দ্বিতীয় টেস্টেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি।

ম্যাচের আগে রোহিত বলেছেন, ‘ডমিনিকায় আমরা পিচ দেখে বুঝতে পেরেছিলাম পরিবেশ-পরিস্থিতি কেমন থাকবে। আমাদের স্পষ্ট ধারণা তৈরি হয়েছিল। কিন্তু এখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে পরিস্থিতি কেমন থাকবে সেটা বুঝতে পারছি না। যদিও খুব বেশি বদল হবে বলে মনে হয় না। আবহাওয়ার পূর্বাভাস মাথায় রেখেই আমরা দল ঠিক করব।’

ডমিনিকার পারফরম্যান্সের পর অশ্বিনের দলে থাকা নিশ্চিত। ভারতীয় দল যদি একজন স্পিনার নিয়ে খেলে, তাহলে জাদেজার পরিবর্তে বাংলার পেসার মুকেশ কুমার সুযোগ পেতে পারেন বলে শোনা যাচ্ছে। 

আরও পড়ুন-

ওডিআই বিশ্বকাপের পরেই ভারতীয় দলের কোচের পদ থেকে সরে যেতে পারেন রাহুল দ্রাবিড়

সাই সুদর্শনের অপরাজিত শতরান, ইমার্জিং এশিয়া কাপে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল ভারত

জন্মদিনে হাঁটু গেড়ে বসে কেক কাটলেন ঈশান কিষান, শুভেচ্ছা ভরিয়ে দিলেন সতীর্থরা

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে
পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে! অবশেষে নীরবতা ভাঙলেন স্মৃতি মান্ধানা