India vs Zimbabwe: চতুর্থ টি-২০ ম্যাচে ১০ উইকেটে জয়, জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ দখল ভারতের

জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে হেরে গেলেও, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ দখল করল ভারতীয় দল। সিরিজের শেষ ম্যাচেও জয়ই লক্ষ্য শুবমান গিলদের। 

Soumya Gangully | Published : Jul 13, 2024 2:16 PM IST / Updated: Jul 13 2024, 08:36 PM IST

প্রথম ম্যাচে আত্মতুষ্টির ফলে হারের পর দৃঢ়ভাবে প্রত্যাবর্তন ঘটিয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতে নিল ভারতীয় দল। প্রথম ম্যাচ জিতে নিজেদের বিশাল শক্তিশালী দল ভেবে বসেছিল জিম্বাবোয়ে। সিকন্দর রাজাদের আসল জায়গা দেখিয়ে দিলেন শুবমান গিলরা। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ দখল করল ভারত। শনিবার চতুর্থ টি-২০ ম্যাচে ১০ উইকেটে জয় পেল ভারতীয় দল। দুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও শুবমানকে আটকানোর কোনও রাস্তাই খুঁজে পেলেন না জিম্বাবোয়ের বোলাররা। ১৫৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৫.২ ওভারেই জয় তুলে নিল ভারত। ফলে সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ নিয়মরক্ষার হয়ে গেল। যদিও এই ম্যাচেও জয়ই ভারতীয় দলের একমাত্র লক্ষ্য।

শতরান মাঠে রেখে এলেন যশস্বী

Latest Videos

টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দলে ছিলেন তরুণ ওপেনার যশস্বী। কিন্তু তিনি খেলার সুযোগ পাননি। জিম্বাবোয়ে সফরে খেলার সুযোগ পেয়েই ফের নিজের জাত চেনালেন এই ব্যাটার। শনিবার ৫৩ বলে ৯৩ রানের বিস্ফোরক ইনিংস খেলে অপরাজিত থাকেন যশস্বী। তাঁর ইনিংসে ছিল ১৩টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ৩৯ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন শুবমান। তিনি ৬টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি মারেন। ফলে অনায়াসে জয় পেল ভারত। অল্পের জন্য শতরান পেলেন না যশস্বী। তবে দলকে জেতাতে পেরে খুশি এই তরুণ।

বিফলে সিকন্দর রাজার লড়াই

এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৫২ রান করে জিম্বাবোয়ে। অধিনায়ক সিকন্দর রাজা সর্বাধিক ৪৬ রান করেন। কিন্তু তাঁর এই ইনিংস কাজে লাগল না। রবিবার সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচ জিতে সিরিজ ৪-১ করার লক্ষ্যে ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

NatWest Series 2002: ২২ বছর পার, লর্ডসের ব্যালকনিতে দাদাগিরির সুখস্মৃতিতে ডুবে সৌরভ-অনুরাগীরা

India vs Sri Lanka: সীমিত ওভারের সিরিজ, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের কোচ হিসেবে যাত্রা শুরু গম্ভীরের

ICC Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পাকিস্তানে যাবে না ভারত, আইসিসিকে সাফ জানাল BCC

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

কর্মবিরতি অব্যাহত! ‘ভয়ের পরিবেশ’ দূর করার দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা | RG Kar Protest
'CBI-এর রিপোর্টে যা আছে, যেদিন প্রকাশ্যে আসবে...' যা বলেদিলেন শুভেন্দু | Suvendu Adhikari | RG Kar
Rashifal | রাশিফল ১৮ সেপ্টেম্বর : আজ আপনার কপালে কি আছে? দেখুন কি বলছে আজকের রাশিফল
বাপরে! গিলে খেলো আস্ত বাড়ি! পাঁশকুড়ায় হাড়হিম করা ভিডিও, ভয়ঙ্কর কাঁসাই নদী | Purba Medinipur |
'নারী নিরাপত্তা কোথায়!' মালদায় সাতসকালে হাড়হিম করা ঘটনা, দর্শকের ভূমিকায় গোটা গ্রাম | Malda News