NatWest Series 2002: ২২ বছর পার, লর্ডসের ব্যালকনিতে দাদাগিরির সুখস্মৃতিতে ডুবে সৌরভ-অনুরাগীরা

Published : Jul 13, 2024, 03:02 PM ISTUpdated : Jul 13, 2024, 03:22 PM IST
Natwest epic

সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম স্মরণীয় জয় এসেছিল ২০০২ সালে ন্যাটওয়েস্ট সিরিজে। লর্ডসে সেই ম্যাচের স্মৃতি এখনও তাজা। ২২ বছর পরেও সুখস্মৃতিতে ডুবে ক্রিকেটপ্রেমীরা।

৩২৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৪৬ রানে ৫ উইকেট খুইয়ে বসেছিল ভারতীয় দল। অ্যাশলে জাইলসের বলে সচিন তেন্ডুলকর বোল্ড হয়ে যাওয়ার পর অনেকেই টেলিভিশন বন্ধ করে দিয়েছিলেন। কেউই ভাবতে পারেননি যুবরাজ সিং ও মহম্মদ কাইফ ম্যাচ জিতিয়ে দেবেন। যাঁরা পুরো ম্যাচ দেখেছিলেন, তাঁরা অবিস্মরণীয় লড়াইয়ের সাক্ষী থাকতে পেরেছিলেন। ২০০২ সালের ১৩ জুলাই লর্ডসে নতুন ইতিহাস তৈরি করেছিল ভারতীয় দল। ন্যাটওয়েস্ট সিরিজ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই অবিশ্বাস্য জয়ের পর পেরিয়ে গিয়েছে ২২ বছর। কিন্তু যে ক্রিকেটপ্রেমীরা সেই ম্যাচের সাক্ষী, তাঁদের মনে এখনও স্মৃতি টাটকা। ভারতীয় দল জয় পাওয়ার পর লর্ডসের ব্যালকনিতে জার্সি উড়িয়েছিলেন ভারতের তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ইংল্যান্ডের সবচেয়ে অভিজাত মাঠেই ব্রিটিশ অহঙ্কার চূর্ণ করেছিল ভারতীয় দল।

শতরান করেও হতাশ হয়ে মাঠ ছাড়েন নাসির হুসেন

ন্যাটওয়েস্ট সিরিজ ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ৩২৫ রান করে ইংল্যান্ড। সেই সময় আন্তর্জাতিক টি-২০ ম্যাচ শুরু হয়নি। ৫০ ওভারের ম্যাচে ৩২৫ রান বিশাল স্কোর বলে মনে করা হত। ইংল্যান্ডের ওপেনার মার্কাস ট্রেসকোথিক (১০৯) ও অধিনায়ক নাসির হুসেন (১১৫) শতরান করেন। অ্যান্ড্রু ফ্লিনটফ করেন ৪০ রান। ভারতের হয়ে ১০ ওভারে ৬২ রান দিয়ে ৩ উইকেট নেন জাহির খান।

দলগত লড়াইয়ে জয় ভারতের

বিশাল টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরুটা দারুণভাবে করেন ভারতের ওপেনার সৌরভ ও বীরেন্দ্র সেহবাগ। ওপেনিং জুটিতে যোগ হয় ১০৬ রান। সেহবাগ ৪৫ ও সৌরভ ৬০ রান করেন। এরপর দ্রুত কয়েকটি উইকেট হারালেও যুবরাজ (৬৯) ও কাইফের (৮৭ অপরাজিত) অবিশ্বাস্য লড়াইয়ে ২ উইকেটে জয় ছিনিয়ে নেয় ভারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'ন্যাটওয়েস্ট ফাইনাল জেতার পর জার্সি খুলেছিলাম আমিও, কিন্তু কেউ লক্ষ্য করেনি'

Sourav Ganguly: গতির দৌড়ে সামিল মহারাজ, ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালে কলকাতা রয়্যাল টাইগার্সের মালিক সৌরভ

Sourav Ganguly-Rohit Sharma: 'হয় অধিনায়ক হবে বলো না হলে আমি তোমার নাম ঘোষণা করব,' রোহিতকে হুঁশিয়ারি দিয়েছিলেন সৌরভ

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে