India vs Zimbabwe: জিম্বাবোয়ের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে সঞ্জুর অর্ধশতরান, ভারত ১৬৭/৬

এক ম্যাচ বাকি থাকতেই জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচেও জয়ের চেষ্টা করছেন ভারতীয় ক্রিকেটাররা।

জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজের শেষ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৬৭ রান করল ভারতীয় দল। অর্ধশতরান করলেন উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। তিনি ৪৫ বলে ৫৮ রান করেন। সঞ্জুর ইনিংসে ছিল ৪টি ওভার-বাউন্ডারি ও একটি বাউন্ডারি। ১২ বলে ২৬ রান করেন শিবম দুবে। রিয়ান পরাগ করেন ২২ রান। ওপেনার যশস্বী জয়সোয়াল করেন ১২ রান। অধিনায়ক শুবমান গিল করেন ১৩ রান। অভিষেক শর্মা করেন ১৪ রান। ১১ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। ১ রান করে অপরাজিত থাকেন ওয়াশিংটন সুন্দর।

মুজারবানির ভালো বোলিং

Latest Videos

জিম্বাবোয়ের হয়ে সবচেয়ে ভালো বোলিং করেন ব্লেসিং মুজারবানি। তিনি ৪ ওভার বোলিং করে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন। জিম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা ৪ ওভারে ৩৭ রান দিয়ে ১ উইকেট নেন। ৪ ওভারে ২৯ রান দিয়ে ১ উইকেট নেন রিচার্ড এনগারাভা। ৪ ওভারে ৩৯ রান দিয়ে ১ উইকেট নেন ব্র্যান্ডন মাভুটা।

নিয়মরক্ষার ম্যাচেও জয়ের লক্ষ্যে ভারত

শনিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে সহজ জয় পায় ভারত। ফলে সিরিজ জয় নিশ্চিত হয়ে যায়। ২৪ ঘণ্টার মধ্যে ফের খেলতে নামতে হয়েছে ভারতীয় দলকে। তবে নিয়মরক্ষার ম্যাচেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। ব্যাটাররা খারাপ পারফরম্যান্স দেখাননি। এবার বোলাররাও ভালো পারফরম্যান্স দেখাতে পারলে জয় পাবে ভারতীয় দল। জিম্বাবোয়ের বিরুদ্ধে এই সিরিজের পর শ্রীলঙ্কা সফরে যাবে ভারতীয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের জন্য ভারতীয় দল এখনও ঘোষণা করা হয়নি। জিম্বাবোয়ে সফরে যাঁরা ভালো পারফরম্যান্স দেখালেন, তাঁরাই শ্রীলঙ্কা সফরে সুযোগ পেতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Anshuman Gaekwad: ক্যান্সারে আক্রান্ত অংশুমান গায়কোয়াড়ের পাশে বিসিসিআই, ১ কোটি টাকা সাহায্য

WCL 2024: পাকিস্তানকে হারিয়ে এল ট্রফি, ফের ক্রিকেটে বিশ্বসেরা ভারত

India vs Sri Lanka: সূচি বদলের ঘোষণা বিসিসিআই-এর, পিছিয়ে গেল ভারত-শ্রীলঙ্কা সিরিজ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today