টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার এক সপ্তাহের মধ্যেই ফের খেলতে নেমেছে ভারতীয় দল। শনিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ভালো পারফরম্যান্স দেখালেন ভারতের বোলাররা।
জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে অসাধারণ বোলিং করলেন রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমাররা। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন এই সিরিজে ভারতের অধিনায়ক শুবমান গিল। তাঁর এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দিলেন বোলাররা। প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১১৫ রান করেই থেমে গেল জিম্বাবোয়ে। কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। সর্বাধিক ২৯ রান করে অপরাজিত থাকেন উইকেটকিপার ক্লাইভ ম্যাডানডে। ব্রায়ান বেনেট করেন ২৩ রান। ডিয়ন মায়ার্সও ২৩ রান করেন। ওপেনার ওয়েসলি ম্যাডহেভেরে করেন ২১ রান। অধিনায়ক সিকন্দর রাজা করেন ১৭ রান। জিম্বাবোয়ের ৪ জন ব্যাটার রান করার আগেই আউট হয়ে যান। লুক জংউই করেন ১ রান। ভারতীয় দলের পক্ষে ১১৬ রানের টার্গেট তাড়া করে জয় পাওয়া কঠিন হবে না বলেই মনে করছেন প্রাক্তন ক্রিকেটাররা।
ভারতের দ্বিতীয় সারির দলই জিম্বাবোয়েকে হারানোর পক্ষে যথেষ্ট
এবারের টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি জিম্বাবোয়ে। ২০২৩ সালের টি-২০ বিশ্বকাপের যোগ্যতাও অর্জন করতে পারেনি জিম্বাবোয়ে। এই কারণেই জিম্বাবোয়ে সফরে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে বিসিসিআই। শনিবার হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে দেখা গেল, ভারতের দ্বিতীয় সারির দলের সঙ্গেই পাল্লা দেওয়ার ক্ষমতা নেই জিম্বাবোয়ের ক্রিকেটারদের। অসাধারণ বোলিং করলেন রবি বিষ্ণোই। ৪ ওভারে বোলিং করে ২টি মেডেন-সহ ১৩ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ৪ ওভার বোলিং করে ১১ রান দিয়ে ২ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ৩ ওভার বোলিং করে ১৭ রান দিয়ে ১ উইকেট নেন বাংলার পেসার মুকেশ কুমার। ৪ ওভার বোলিং করে ২৯ রান দিয়ে ১ উইকেট নেন আবেশ খান।
শুবমানের বড় পরীক্ষা
টি-২০ বিশ্বকাপে ভারতের মূল দলে জায়গা পাননি শুবমান। জিম্বাবোয়ের বিরুদ্ধে এই সিরিজে ভালো পারফরম্যান্স দেখিয়ে ফের জাতীয় দলে নিজের জায়গা ফিরে পাওয়াই শুবমানের লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
T20 World Cup: মুম্বইয়ের ক্রিকেটারদের সংবর্ধনা, ভারতীয় দলকে ১১ কোটি টাকা পুরস্কার মহারাষ্ট্র সরকারের
T20 World Cup: ওয়াংখেড়ে স্টেডিয়াম 'চক দে ইন্ডিয়া,' নজর কাড়ল হার্দিকদের নাচ, দেখুন ভিডিও