শনিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ভারতীয় দলের হার যে নেহাতই অঘটন ছিল, রবিবারই সেটা প্রমাণ হয়ে গেল। সহজেই দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল ভারত।
শনিবারের আফশোস মিটে গেল রবিবার। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ভারতের হার যে অঘটনা ছাড়া অন্য কিছু ছিল না, দ্বিতীয় ম্যাচেই সেটা বোঝা গেল। রবিবার ১০০ রানে জিতে সিরিজে সমতা ফেরাল ভারত। প্রথম ম্যাচে ভারতের ব্যাটাররা ব্যর্থ হন। তবে রবিবার অসাধারণ ব্যাটিং করলেন অভিষেক শর্মা, রুতুরাজ গায়কোয়াড়, রিঙ্কু সিংরা। জিম্বাবোয়ের ওপেনার ওয়েসলি ম্যাডহেভেরে, ব্রায়ান বেনেট ও লুক জংউই ছাড়া কেউই লড়াই করতে পারেননি। ফলে সহজ জয় পেল ভারত। এই সিরিজে এখনও ৩ ম্যাচ বাকি। সেই ম্যাচগুলি জিতে বড় ব্যবধানে সিরিজ দখল করাই ভারতের লক্ষ্য।
অভিষেকের ঝোড়ো শতরান
রবিবার হারারে স্পোর্টস ক্লাবে অসাধারণ ব্যাটিং করলেন ভারতের ওপেনার অভিষেক। ৪৭ বলে ১০০ রান করেন এই তরুণ ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ৮টি ওভার-বাউন্ডারি। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৪৭ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন রুতুরাজ। তিনি ১১টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি মারেন। ২২ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু। তিনি ২টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি মারেন। ২ উইকেটে ২৩৪ রান করে ভারত।
অসাধারণ বোলিং মুকেশ-আবেশের
ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান আবেশ খান। ৩ ওভার বোলিং করে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন এই পেসার। ৩.৪ ওভার বোলিং করে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন বাংলার পেসার মুকেশ কুমার। ৪ ওভার বোলিং করে ১১ রান দিয়ে ২ উইকেট নেন রবি বিষ্ণোই। ৪ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ১৮.৪ ওভারে ১৩৪ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে। ৪৩ রান করেন ম্যাডহেভেরে। জংউই করেন ৩৩ রান। বেনেট করেন ২৬ রান। ৪ রান করেই আউট হয়ে যান জিম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
বিচ্ছেদের গুঞ্জনে সিলমোহর দিল হার্দিক পত্নী! ভিডিও শেয়ার করে ঘর ভাঙার খবর দিলেন নাতাশা?
Rohit Sharma: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, চ্যাম্পিয়নস ট্রফিতেও নেতা রোহিত, ঘোষণা জয় শাহের
MS Dhoni Birthday: ৪৩ বছর পূর্ণ করলেন, স্ত্রীর সঙ্গে বিশেষ কেক কেটে জন্মদিন পালন ধোনির, ভাইরাল ভিডিও