IND vs ZIM: অভিষেক শর্মার শতরান, জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ঘুরে দাঁড়াল ভারত

Published : Jul 07, 2024, 06:04 PM ISTUpdated : Jul 07, 2024, 06:27 PM IST
Abhishek Sharma Half Century

সংক্ষিপ্ত

শনিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ব্যাটিং ব্যর্থতার জেরে হেরে গিয়েছে ভারতীয় দল। তবে রবিবার দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করলেন অভিষেক শর্মা, রুতুরাজ গায়কোয়াড়রা।

রোহিত শর্মাদের টি-২০ বিশ্বকাপ জয় কি অভিষেক শর্মা, রুতুরাজ গায়কোয়াড়দের উপর প্রভাব ফেলেছিল? তাঁরা কি আত্মতুষ্ট হয়ে পড়েছিলেন? শনিবার ভারত-জিম্বাবোয়ে ম্যাচের পর থেকেই এই আলোচনা শুরু হয়েছিল। রবিবার সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ চলাকালীন এই আলোচনা বেড়েছে। এদিন নিজেদের জাত চেনালেন ভারতের ব্যাটাররা। বিশেষ করে ওপেনার অভিষেক ও ৩ নম্বরে ব্যাটিং করতে নামা রুতুরাজ অসাধারণ ব্যাটিং করলেন। ঝোড়ো শতরান করলেন অভিষেক। রুতুরাজ অপরাজিত অর্ধশতরান করলেন। ভালো ব্যাটিং করলেন রিঙ্কু সিংও। ফলে বিশাল স্কোর করল ভারতীয় দল। নির্ধারিত ২০ ওভারের শেষে ভারতের স্কোর ২৩৪/২। জিম্বাবোয়ের পক্ষে এই টার্গেট তাড়া করে জয় পাওয়া কার্যত অসম্ভব। ফলে সিরিজে সমতা ফেরাতে চলেছে ভারতীয় দল।

শুবমানের ব্যর্থতার দিনে বিশাল স্কোর ভারতের

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শুবমান গিল। তিনি অভিষেকের সঙ্গে ওপেন করতে নেমে ৪ বল খেলে ২ রান করেই আউট হয়ে যান। তবে তাতে ভারতীয় দলের সমস্যা হয়নি। অভিষেক ও রুতুরাজের জুটিতে যোগ হয় ১৩৭ রান। ৪৭ বলে ১০০ রান করেন অভিষেক। তাঁর ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ৮টি ওভার-বাউন্ডারি। ৪৭ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন রুতুরাজ। তিনি ১১টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি মারেন। ২২ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু। তিনি ২টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি মারেন।

জিম্বাবোয়ের বোলারদের দুর্দশা

জিম্বাবোয়ের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান দিলেন লুক জংউই। ৪ ওভার বোলিং করে ৫৩ রান দিলেন তিনি। ৪ ওভারে ৩৮ রান দেন টেন্ডাই চাতারা। ৩ ওভারে ৩৪ রান দেন সিকন্দর রাজা। ১ উইকেট করে নিলেন ব্লেসিং মুজারবানি ও ওয়েলিংটন মাসাকাদজা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বিচ্ছেদের গুঞ্জনে সিলমোহর দিল হার্দিক পত্নী! ভিডিও শেয়ার করে ঘর ভাঙার খবর দিলেন নাতাশা?

Rohit Sharma: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, চ্যাম্পিয়নস ট্রফিতেও নেতা রোহিত, ঘোষণা জয় শাহের

MS Dhoni Birthday: ৪৩ বছর পূর্ণ করলেন, স্ত্রীর সঙ্গে বিশেষ কেক কেটে জন্মদিন পালন ধোনির, ভাইরাল ভিডিও

PREV
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা