India vs Zimbabwe: তৃতীয় টি-২০ ম্যাচে ২৩ রানে জয়, জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে এগিয়ে ভারত

জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দলের জয় যে নেহাতই অঘটন ছিল, তা প্রমাণিত হয়ে গিয়েছে। টি-২০ বিশ্বকাপ জয়ের পর হয়তো আত্মতুষ্ট হয়ে পড়েছিলেন শুবমান গিলরা। তাঁরা বাস্তবে ফিরে এসে দারুণ পারফরম্যান্স দেখাচ্ছেন।

Soumya Gangully | Published : Jul 10, 2024 2:05 PM IST / Updated: Jul 10 2024, 08:17 PM IST

জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ২৩ রানে জয় পেল ভারত। এর ফলে সিরিজে ২-১ এগিয়ে গেল ভারতীয় দল। এই সিরিজে আরও ২ ম্যাচ বাকি। সেই ম্যাচগুলিতেও জয়ই ভারতের লক্ষ্য। শুবমান গিল, ওয়াশিংটন সুন্দররা যে পারফরম্যান্স দেখাচ্ছেন, তাতে সিরিজের ফল ৪-১ হওয়ার আশা উজ্জ্বল হয়ে উঠেছে। এই সিরিজের প্রথম ম্যাচে ভারতের ব্যাটাররা ডোবালেও, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ভালো পারফরম্যান্স দেখালেন ব্যাটাররা। বুধবার অর্ধশতরান করলেন এই সিরিজে ভারতের অধিনায়ক শুবমান গিল। অল্পের জন্য অর্ধশতরান হারালেন রুতুরাজ গায়কোয়াড়। যশস্বী জয়সোয়ালও ভালো ব্যাটিং করলেন। বোলারদের মধ্যে ভালো পারফরম্যান্স দেখালেন ওয়াশিংটন। জিম্বাবোয়ের হয়ে লড়াই করেন ডিয়ন মায়ার্স ও ক্লাইভ ম্যাডান্ডে। তবে তাঁদের পক্ষে জিম্বাবোয়েকে জয়ের ধারেকাছে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।

সহজ জয় ভারতের

Latest Videos

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শুবমান। তিনি যশস্বীর সঙ্গে ওপেন করতে নেমে ৬৭ রানের পার্টনারশিপ গড়েন। শুবমান ৬৬ ও যশস্বী ৩৬ রান করেন। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে অভিষেক শর্মা (১০) অবশ্য ভালো ব্যাটিং করতে পারেননি। ২৮ বলে ৪৯ রান করেন রুতুরাজ। ১ বলে ১ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। ৭ বলে ১২ রান করে অপরাজিত থাকেন সঞ্জু স্যামসন। ৪ উইকেটে ১৮২ রান করে ভারত।

ফের ব্যর্থ সিকন্দর রাজা

বড় টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৫৯ রান করে জিম্বাবোয়ে। ৪৯ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন মায়ার্স। ২৬ বলে ৩৭ রান করেন ম্যাডান্ডে। জিম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা ১৬ বলে ১৫ রান করেন। তিনি ফের ব্যর্থ হলেন। ভারতের হয়ে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন ওয়াশিংটন। ৩৯ রান দিয়ে ২ উইকেট নেন আবেশ খান। ১৫ রান দিয়ে ১ উইকেট নেন খলিল আহমেদ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

কলকাতা নাইট রাইডার্সে যোগ দিচ্ছেন রাহুল দ্রাবিড়! কোন পদ তাঁর জন্য ভেবে রেখেছেন শাহরুখরা?

Jay Shah: বিসিসিআই ছেড়ে আইসিসি চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ? সিদ্ধান্ত কিছুদিনের মধ্যেই

Rahul Dravid: ভারতরত্ন পাচ্ছেন রাহুল দ্রাবিড়? সুনীল গাভাসকরের দাবি মানবে সরকার?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
'স্বাস্থ্য মন্ত্রী সহ পুরো দফতর এবার জেলে যাবে' বিস্ফোরক শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari News
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |
পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
'উৎসব সেদিনই হবে যেদিন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে'- Suvendu Adhikari | Durga Puja 2024