ঈশান কিষান থাকায় ওপেনারের সমস্যা মিটেছে ঠিকই, কিন্তু ফর্মে থাকা শুবমানকে না পাওয়া দলের জন্য বিরাট ক্ষতি, এ কথা এক বাক্যে সকলেই স্বীকার করছেন। এই ম্যাচেও ওপেনার ঈশানকে ফের দেখা যেতে পারে। তবে দলের অন্দরে অন্য সম্ভাবনাও উঁকি দিচ্ছে।
IND vs AFG: শুবমান গিলকে অন্তত আরও এক সপ্তাহের জন্য পাবে না ভারত। ফলে, তাঁকে ছাড়াই দল সাজাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ঈশান কিষান থাকায় ওপেনারের সমস্যা মিটেছে ঠিকই, কিন্তু ফর্মে থাকা শুবমানকে না পাওয়া দলের জন্য বিরাট ক্ষতি, এ কথা এক বাক্যে সকলেই স্বীকার করছেন। এই ম্যাচেও ওপেনার ঈশানকে ফের দেখা যেতে পারে। তবে দলের অন্দরে অন্য সম্ভাবনাও উঁকি দিচ্ছে।
গত ম্যাচে কে এল রাহুলের দ্রুপদী পারফর্ম্যান্সের পর তাঁকেও ওপেনারের ভূমিকায় দেখা যেতে পারে। অতীতে রোহিতের সঙ্গে ওপেন করেছেন রাহুল। ফলে এটা তাঁর চেনা জায়গা। দ্বিতীয়ত, মিডল অর্ডারে অতিরিক্ত ব্যাটসম্যান হিসাবে ঈশান কার্যকর বেশি হতে পারেন, এমনটাই মত বিশেষজ্ঞদের। যদি রাহুল ওপেন করেন সে ক্ষেত্রে ঈশান মিডল অর্ডারে খেলবেন। দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে যে পিচে খেলা হবে তা এক কথায় ব্যাটিং বেল্টার। রান উঠবে প্রচুর। পাচা উইকেটে হয়তো অশ্বিনকে বসানো হতে পারে। তার জায়গায় খেলতে পারেন শার্দুল ঠাকুর।
মিডল অর্ডারে শ্রেয়স আইয়ারও খুব ভালো ফর্মে নেই। তবে তাঁকে আরও কিছু সুযোগ হয়তো দেওয়া হবে। পর পর ম্যাচ খেলতে হচ্ছে বলে ভারতীয় দলের অনুশীলন এ দিন অপশনাল ছিল। তাতেও মাঠে এসে গা ঘামান রোহিত, ঈশান, শ্রেয়স আয়ার, রবীন্দ্র জাডেজারাও। নেটে দীর্ঘ ক্ষণ ব্যাটিং করেছেন সূর্যকুমার যাদব। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি বোলিং করেন বেশ কিছু ক্ষণ। বিশ্রাম নিয়েছেন বিরাট, রাহুল, কুলদীপ, হার্দিকের মতো খেলোয়াড়রা।
এক নজরে দেখে নিন প্রথম একাদশ কেমন হতে পারে:
রোহিত শর্মা, ঈশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন / শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ