India Women Vs Australia Women: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে লড়াই করেও হার ভারতের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে ভারতের মহিলা দলের ফল মিশ্র। টেস্ট ম্যাচ জিতলেও, ওডিআই সিরিজে হেরে গিয়েছে ভারত। টি-২০ সিরিজের নিষ্পত্তি হবে শেষ ম্যাচে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ৯ উইকেটে জয় পেলেও, রবিবার দ্বিতীয় টি-২০ ম্যাচে ৬ উইকেটে হেরে গেল ভারতের মহিলা দল। অলরাউন্ডার দীপ্তি শর্মা লড়াই করলেও, জয় পেল না ভারত। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৩০ রান করে ভারত। ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে সেই রান টপকে গেল ভারত। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার কিম গারথ। মঙ্গলবার তৃতীয় টি-২০ ম্যাচ। যে দল এই ম্যাচে জয় পাবে, সেই দলই সিরিজ দখল করবে।

ব্যাটিং ব্যর্থতায় হার ভারতের

Latest Videos

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভালো ব্যাটিং করলেও, দ্বিতীয় টি-২০ ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না ভারতের ব্যাটাররা। দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান ওপেনার শেফালি ভার্মা (১)। অপর ওপেনার স্মৃতি মন্ধানা ২৩ রান করেন। জেমাইমা রডরিগেজ করেন ১৩ রান। ফের ব্যর্থ অধিনায়ক হরমনপ্রীত কউর (৬)। রিচা ঘোষ করেন ২৩ রান। দীপ্তি শর্মা করেন ৩০ রান। পূজা বস্ত্রকর করেন ৯ রান। আমনজ্যোত কউর করেন ৪ রান। ৭ রান করে অপরাজিত থাকেন শ্রেয়াঙ্কা পাতিল। অস্ট্রেলিয়ার হয়ে ২৭ রান দিয়ে ২ উইকেট নেন গারথ। ১৮ রান দিয়ে ২ উইকেট নেন অ্যানাবেল সাদারল্যান্ড। ১৭ রান দিয়ে ২ উইকেট নেন জর্জিয়া ওয়ারহ্যাম। ৩৩ রান দিয়ে ১ উইকেট নেন অ্যাশলে গার্ডনার।

এলিসি পেরির দুর্দান্ত ব্যাটিং 

অস্ট্রেলিয়ার অধিনায়ক হিলি ওপেন করতে নেমে ২৬ রান করেন। অপর ওপেনার বেথ মুনি করেন ২০ রান। তাহিলা ম্যাকগ্র্যাথ করেন ১৯ রান। ২১ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন এলিসি পেরি। ৭ রান করেন গার্ডনার। ১২ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন ফোব লিচফিল্ড।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Deepti Sharma: মহিলাদের ক্রিকেট ম্যাচে ৪২,০০০ দর্শক, দীপ্তি শর্মার অসাধারণ নজির

India Vs Afghanistan: আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা, ফিরলেন রোহিত-বিরাট

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের