Smriti Mandhana: শেফালির দ্বিশতরান, স্মৃতির শতরান, টেস্টে পাকিস্তানের রেকর্ড ভাঙল ভারত

Published : Jun 28, 2024, 03:15 PM ISTUpdated : Jun 28, 2024, 03:44 PM IST
Smriti Mandhana

সংক্ষিপ্ত

সম্প্রতি অসাধারণ ফর্মে ভারতের মহিলা দলের তারকা ব্যাটার স্মৃতি মন্ধানা। সব ফর্ম্যাটেই ধারাবাহিকভাবে বড় রান করে চলেছেন এই বাঁ হাতি ব্যাটার।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। এবার টেস্টেও সেই ফর্ম ধরে রাখলেন স্মৃতি মন্ধানা। শুক্রবার চিপকে টেস্ট ম্যাচের প্রথম দিন ওপেন করতে নেমে ১৬১ বলে ১৪৯ রানের অসাধারণ ইনিংস খেললেন স্মৃতি। তাঁর ইনিংসে ছিল ২৭টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। স্মৃতির পাশাপাশি শতরান করলেন অপর ওপেনার শেফালি ভার্মাও। তাঁদের ওপেনিং জুটিতে যোগ হল ২৯২ রান। এই পার্টনারশিপের মাধ্যমেই পাকিস্তানের ২০ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন স্মৃতি-শেফালি। ২০০৪ সালে করাচি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওপেনিং জুটিতে ২৪১ রান করেন পাকিস্তানের কিরণ বালুচ ও সাজিদা শাহ। এবার এই রেকর্ড ভেঙে দিলেন স্মৃতি-শেফালি। তাঁরা টেস্টে যে কোনও উইকেটে ভারতীয় মহিলা দলের হয়ে সবচেয়ে বড় পার্টনারশিপ গড়লেন।

চিপকে শেফালির দ্বিশতরান

চিপক টেস্টে স্মৃতি অল্পের জন্য ১৫০ রানের সুযোগ হারালেও, দ্বিশতরান করলেন শেফালি। ১৯৪ বলে দ্বিশতরান পূরণ করেন তিনি। দ্বিশতরান পূরণ করার পথে ৮টি ওভার-বাউন্ডারি মারেন শেফালি। তিনি অসাধারণ ব্যাটিং করলেন। ১৯৭ বলে ২০৫ রান করার পর রান আউট হয়ে গেলেন শেফালি। তাঁর স্ট্রাইক রেট ১০৪.০৬। বারবার প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগের কথা মনে করিয়ে দিচ্ছেন শেফালি। তিনিও সেহবাগের মতোই ক্রিকেটের সব ফর্ম্যাটে একইভাবে আক্রমণাত্মক ব্যাটিং করেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রানের পাহাড়ে ভারত

শেফালির দ্বিশতরান ও স্মৃতির শতরানের সুবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাল স্কোর করল ভারত। ইতিমধ্যেই ৪০০ রান পেরিয়ে গিয়েছে ভারতীয় দল। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে শুভা সতীশ ১৫ রান করে আউট হয়ে গেলেও, অর্ধশতরানের কাছাকাছি পৌঁছে গিয়েছেন জেমাইমা রডরিগেজ। অধিনায়ক হরমনপ্রীত কউর এখন জেমাইমার সঙ্গে ক্রিজে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Rohit Sharma: টি-২০ বিশ্বকাপে ছক্কার নতুন নজির, ক্রিস গেইলকে টপকে যেতে পারবেন রোহিত শর্মা?

India Vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে বদলা, অপরাজিতভাবে টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারত

Virat Kohli: ফের ব্যর্থ হয়ে হতাশ বিরাট কোহলি, সান্ত্বনা দিলেন রাহুল দ্রাবিড়, ভাইরাল ভিডিও

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম শ্রীলঙ্কা: জেমাইমার অসাধারণ ব্যাটিং, বিশ্বজয়ের পর প্রথম ম্যাচে সহজ জয় ভারতের
India vs Pakistan U-19 Asia Cup Final: মহসিন নকভির সঙ্গে মঞ্চ শেয়ার করলেন না বৈভবরা, দেশ সবার আগে