সংক্ষিপ্ত

এবারের টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত সব ম্যাচেই ব্যর্থ হয়েছেন ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। তাঁর পারফরম্যান্স নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে।

বিরাট কোহলি সাধারণত গুরুত্বপূর্ণ ম্যাচে ভালো পারফরম্যান্স দেখান। এই রেকর্ডের কথা মাথায় রেখেই ভারতীয় শিবিরের আশা ছিল, টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো ব্যাটিং করবেন বিরাট। কিন্তু বৃহস্পতিবার গায়ানায় ৯ বল খেলে ৯ রান করেই আউট হয়ে গেলেন এই তারকা ব্যাটার। রিসি টপলির বলে বোল্ড হয়ে যাওয়ার পর ড্রেসিংরুমে ফিরে চুপচাপ বসেছিলেন বিরাট। তাঁকে দেখেই মনে হচ্ছিল বড় রান না করতে পারার হতাশায় ভেঙে পড়েছেন। দলের অন্যতম সেরা ব্যাটারকে এই অবস্থায় দেখে এগিয়ে যান ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভিডিও।

কবে ফর্মে ফিরবেন বিরাট?

বড় টুর্নামেন্টে টানা ব্যর্থ হচ্ছেন বিরাট, এই ঘটনা বিরল। কিন্তু এবারের টি-২০ বিশ্বকাপে রান পাচ্ছেন না এই তারকা ব্যাটার। ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট ও ঋষভ পন্থ দ্রুত আউট হয়ে যাওয়ার পর চাপে পড়ে যায় ভারতীয় দল। তবে অধিনায়ক রোহিত শর্মা ও তারকা ব্যাটার সূর্যকুমার যাদবের দুর্দান্ত ইনিংসের সুবাদে ৭ উইকেটে ১৭১ রান করে ভারত। জবাবে ১৬.৪ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ফলে ফাইনালে পৌঁছে গেল ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভালো ব্যাটিং করে ভারতকে ১৩ বছর পর আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করাই বিরাটের লক্ষ্য।

 

 

ওপেনিং থেকে সরে যাওয়া উচিত বিরাটের?

এবারের টি-২০ বিশ্বকাপে ভারতের সব ম্যাচেই রোহিতের সঙ্গে ওপেন করতে নেমেছেন বিরাট। কিন্তু কোনও ম্যাচেই ভারতের ওপেনিং জুটি ভালো শুরু করতে পারেনি। রোহিত লড়াই করলেও, বিরাট বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারছেন না। এই পরিস্থিতিতে অনেকেই বিরাটকে ওপেনিং থেকে সরে এসে ৩ নম্বরে ব্যাটিং করার পরামর্শ দিচ্ছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে বদলা, অপরাজিতভাবে টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারত

Virat Kohli: বিরাট-ব্যর্থতার পালা অব্যাহত, টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালেও দ্রুত আউট তারকা ব্যাটার

ICC Men's T20 World Cup 2024: আফগান স্বপ্নে ধাক্কা, 'চোকার্স' তকমা ঘুচিয়ে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা