Shafali Verma: মহিলাদের টেস্টে দ্রুততম দ্বিশতরান শেফালির, প্রথম দিনই ৫০০ পেরিয়ে গেল ভারত

ভারতের সিনিয়র পুরুষ ক্রিকেট দল যখন টি-২০ বিশ্বকাপে খেলতে ব্যস্ত, তখন মহিলা ক্রিকেটাররা দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলছে।

চিপকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলাদের টেস্ট ম্যাচের প্রথম দিনই জয়ের পথে ভারত। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে দিনের শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৫২৫। দ্বিশতরান করেছেন ওপেনার শেফালি ভার্মা। অপর ওপেনার স্মৃতি মন্ধানা শতরান করেছেন। ওপেনিং জুটিতে যোগ হয় ২৯২ রান। মহিলাদের টেস্ট ম্যাচের ইতিহাসে ওপেনিং জুটিতে এটাই সবচেয়ে বেশি রান। পাকিস্তানের ২০ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিল ভারত। শেফালি ও স্মৃতি এদিন যেভাবে ব্যাটিং করেছেন, তাতে দিশেহারা হয়ে পড়েছেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। এই ম্যাচে ইনিংসে জয়ের আশায় ভারতীয় দল।

চিপকে বিশ্বরেকর্ড শেফালির

Latest Videos

মহিলাদের টেস্ট ম্যাচে দ্রুততম দ্বিশতরানের রেকর্ড গড়লেন শেফালি। তিনি ১৯৪ বলে ২০০ রান পূর্ণ করেন। এর আগে মহিলাদের টেস্ট ম্যাচে দ্রুততম দ্বিশতরানের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ডের দখলে। তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৪৮ বলে দ্বিশতরান করেন। শুক্রবার সেই রেকর্ড ভেঙে দিলেন শেফালি। তিনি ১৯৭ বলে ২৩টি বাউন্ডারি ও ৮টি ওভার-বাউন্ডারির সাহায্যে ২০৫ রান করে রান আউট হয়ে যান। ১৬১ বলে ১৪৯ রান করেন স্মৃতি।

মিতালির নজির স্পর্শ শেফালির

প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে টেস্টে দ্বিশতরান করেন প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। ২০০২ সালে টনটনে ইংল্যান্ডের বিরুদ্ধে ২১৪ রান করেন মিতালি। এবার তাঁর নজির স্পর্শ করলেন শেফালি। তিনি কনিষ্ঠতম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে টেস্টে ৫০০ রান করার রেকর্ড গড়েন। মিতালির পর দ্বিতীয় কনিষ্ঠতম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে টেস্টে শতরানের নজিরও গড়েন শেফালি। তাঁর বয়স মাত্র ২০ বছর। ফলে ভবিষ্যতে আরও অনেক নজির গড়তে পারেন এই ব্যাটার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Smriti Mandhana: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে বিশাল পার্টনারশিপ, পাকিস্তানের রেকর্ড ভাঙলেন স্মৃতি-শেফালি

T20 World Cup Final: বৃষ্টিতে ভেস্তে যেতে পারে টি-২০ বিশ্বকাপ ফাইনাল? না খেলেই চ্যাম্পিয়ন হবে ভারত?

পাকিস্তানের হলটা কি? সেমিফাইনালে ভারতের জয়ে শ্যাম্পেন খুলে উৎসব! বিশ্বাস না হলে দেখুন ভিডিও

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের