এবারের টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত ভারতীয় দল। এই কারণে ফাইনালের আগে কিছুটা আশঙ্কায় ভারতের ক্রিকেটপ্রেমীরা। ভারতীয় দল যাতে চ্যাম্পিয়ন হয় এর জন্য তাঁরা বিভিন্ন সংস্কারের পন্থা নিচ্ছেন।
২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে আইসিসি টুর্নামেন্ট অধরা। ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ ফাইনাল, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, ২০২১ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ২০২৩ সালের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালে হেরে যায় ভারতীয় দল। এবার আর যাতে রোহিত শর্মা, বিরাট কোহলিরা খালি হাতে না ফেরেন, তার জন্য মাঠের বাইরে 'খেলা' শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। বিরাট, রোহিতের ছবিতে কাজলের টিপ, নুন-লেবু দিয়ে 'কুনজর' কাটানোর চেষ্টা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি। সেমি-ফাইনালে ভারতীয় দল জিতবে কি না, সে বিষয়ে অনেকেই সংশয়ে ছিলেন। এই কারণে ভারত-ইংল্যান্ড ম্যাচের আগে অনেকরকম সংস্কারমূলক সোশ্যাল মিডিয়া পোস্ট দেখা যাচ্ছিল। ফাইনালের আগে আরও অনেক সংস্কারের ছবি দেখা যেতে পারে।
ফাইনালের আগে বিরাটের ফর্ম নিয়ে উদ্বেগ
চলতি টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ থেকেই ভালো ব্যাটিং করতে পারছেন না বিরাট। তিনি বেশিরভাগ ম্যাচেই দ্রুত আউট হয়ে গিয়েছেন। কোনও ম্যাচেই অর্ধশতরান করতে পারেননি। দলের অন্যতে সেরা ব্যাটারের এই পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীদের উদ্বেগে রেখেছে। প্রথমবার টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গিয়েছেন কুইন্টন ডি কক, কাগিসো রাবাডারা। তাঁরাও চ্যাম্পিয়ন হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। ফলে ফাইনালে বিরাটের কাছ থেকে বড় রানের আশায় দল।
হাসির খোরাক শিবম দুবে
রিঙ্কু সিংয়ের পরিবর্তে এবারের টি-২০ বিশ্বকাপে শিবম দুবেকে কেন দলে নেওয়া হয়েছে এবং খেলানো হচ্ছে, সেটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম বলেই আউট হয়ে যান শিবম। এরপর থেকেই তাঁকে নিয়ে নতুন করে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ করা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Rohit Sharma: টি-২০ বিশ্বকাপে ছক্কার নতুন নজির, ক্রিস গেইলকে টপকে যেতে পারবেন রোহিত শর্মা?
India Vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে বদলা, অপরাজিতভাবে টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারত
Virat Kohli: ফের ব্যর্থ হয়ে হতাশ বিরাট কোহলি, সান্ত্বনা দিলেন রাহুল দ্রাবিড়, ভাইরাল ভিডিও